TechJano

সাধ্যের মধ্যে ওয়ালটনের নতুন ল্যাপটপ তৈরি:বিক্রয়োত্তর সেবা থাকছে ২ বছর

বাংলাদেশে তৈরি চারটি ল্যাপটপ বাজারে এনেছে ওয়ালটন। ল্যাপটপগুলো গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১৯ হাজার ৯৯০ টাকা থেকে শুরু হয়ে ল্যাপটপগুলো পাওয়া যাবে ২৩ হাজার ৫৫০ টাকার মধ্যে।

থাকছে ১৪.১ ইঞ্চি পর্দা, ১.১ গিগাহার্টজ গতির প্রসেসর, ইনটেল এইচডি গ্রাফিকস, ৪ গিগাবাইট র‍্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। রুপালি, কালো, ধূসর ও সোনালি—চারটি রঙে ল্যাপটপগুলো পাওয়া যাবে। বিক্রয়োত্তর সেবার মেয়াদ ২ বছর। ওয়ালটনের সব নতুন ল্যাপটপ কম্পিউটারে মাইক্রোসফটের আসল সফটওয়্যার দেওয়া থাকবে। বিজ্ঞপ্তি

Exit mobile version