TechJano

সার্চ ইংলিশের নীরব বিপ্লব, সার্চ ইংলিশ এখন ১৩ লাখ সদস্যর পরিবার

সার্চ ইংলিশের ১৩ লাখ সদস্য পার হল নীরবেই। যেন তেন কথা নয়। কিংবা আনলাকি ১৩ নয়, লাকি ১৩। সার্চ ইংলিশের ১৩ লাখ মেম্বার মিলে ঘটিয়েছেন এক বিপ্লব। বিশ্বজুড়ে পরিচিত এক গ্রুপ সার্চ ইংলিশ। ইংরেজি ভাষা শেখার ফেসবুক গ্রুপ ‘সার্চ ইংলিশ’। কমেন্ট লিখে ইংরেজি শেখা, চর্চা করা যায় এখানে। সার্চ ইংলিশ এক প্ল্যাটফর্ম। এর বৈশ্বিক স্বীকৃতিও এসেছে। সম্প্রতি ১৩ লাখ মেম্বারের মাইলফলক পেরুল সক্রিয় গ্রুপটি। এ গ্রুপের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সার্চ ইংলিশ প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ

সার্চ ইংলিশ গ্রুপটির সদস্য হু হু করে বাড়ছে। কারণ এর ব্যাপ্তি এখন বিশ্বজুড়ে। ফেসবুকের পক্ষ থেকেও এ ধরনের বড় গ্রুপকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

তবে এত বড় সক্রিয় গ্রুপের বেড়ে ওঠা সহজ ছিল না। এর সদস্যরাই এর প্রাণ। নিয়মিত চর্চা করে গেছেন। সম্প্রতি তার প্রতিফলও মিলেছে। দেশের সাধারণ মানুষকে ইংরেজিতে দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে ২০১৬ সালের জুলাই মাসে সার্চ ইংলিশ’ এর যাত্রা শুরু। সম্প্রতি সার্চ ইংলিশ জিতে নিয়েছে দক্ষিন এশিয়ার ‌’মিডিয়া ফর এমপাওয়ারমেন্ট এ্যাওয়ার্ড ২০১৮’ (Media for Empowerment Award 2018) পুরষ্কার ।

কিছুদিন আগেই ‘সোশ্যাল মিডিয়া ফর এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’ এর জন্যে মনোনীত হয়েছিল বাংলাদেশের এই ফেসবুক গ্রুপটি। কমিউনিটি মোবিলাইজেশন শাখায় গ্রুপটি এই মনোনয়ন লাভ করেছিল। আরো নয়টি প্রতিষ্ঠান এই শাখায় মনোনয়ন লাভ করেছিল। ১৮০টি উদ্যোগের সঙ্গে প্রতিযোগিতা করে সার্চ ইংলিশ এই মনোনয়ন লাভ করেছিল। অবশেষে এ্যাওয়ার্ড জিতে রাজিব আহমেদের ‘সার্চ ইংলিশ’ সেরা প্রমাণিত হয়।
সম্প্রতি চীনেও একটি প্রতিযোগিতায় মনোনীত হয়েছে এটি।

সম্প্রতি জিপি অ্যাক্সিলেরেটর ৫ম ব্যাচের জন্য নির্বাচিত হয়েছে ‘সার্চ ইংলিশ’। বাংলাদেশের জনপ্রিয় এই ফেসবুক গ্রুপটিকে নিয়ে গত বছরের অক্টোবরে তথ্যচিত্র নির্মাণ করে ফেসবুক বিজনেস। যা শুধু বাংলাদেশের প্রথম কোনো ফেসবুক গ্রুপকে নিয়ে নয় বরঞ্চ পুরো এশিয়ায় প্রথম কোনো গ্রুপের ওপর তথ্যচিত্র প্রকাশ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।

প্রথাগত ইংরেজি শিক্ষার দিকে না গিয়ে ব্যতিক্রমধর্মী পন্থায় ইংরেজি চর্চার ফলে এই প্ল্যাটফর্ম খুবই অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। রাজিব আহমেদ বলেন, ‘সাধারণ মানুষকে ইংরেজি চর্চায় উৎসাহিত করতে খুবই কার্যকর ভূমিকা রাখছে ‘সার্চ ইংলিশ’। অল্প সময়ের মধ্যে এই ফেসবুক গ্রুপে বিভিন্ন বয়স ও পেশার মানুষ যোগ দিয়ে নিয়মিত ইংরেজি চর্চা করছেন। সার্চ ইংলিশ এখন ১৩ লাখ সদস্যর পরিবার। এ পরিবার আন্তর্জাতিক পরিমণ্ডল ছাড়িয়ে। বিশ্বের সবচয়ে বড় পরিবার সার্চ ইংলিশ।

রাজিব আহমেদের ‘সার্চ ইংলিশ’ সেরা প্রমাণিত হলো

Exit mobile version