ই-কমার্স

সার্চ ইংলিশ নিয়ে কি জাদু দেখাচ্ছেন রাজীব আহমেদ?

By Baadshah

April 20, 2018

ই-কমার্স খাত অনেকটাই তার হাতেই গড়া। হাতের তালুর মতোই সবকিছু জানেন।রাজীব আহমেদ, সার্চ ইংলিশের উদ্যোক্তা রাজীব আহমেদের কথা বলছিলাম।যখন ই-ক্যাবের সভাপতি ছেড়ে উদ্যোক্তা হলেন-তখন বলছিলেন, নতুন জাদু দেখাবেন। কি সেই জাদু? সার্চে ইংলিশ যখন ১ মিলিয়ন সদস্যের মাইলফলক পেরোল তখনই আন্তর্জাতিক একটি পুরস্কারের ইঙ্গিত দিয়েছিলেন উদ্যোক্তা রাজীব আহমেদ। গতকাল ১৯ এপ্রিল সার্চ ইংলিশ নিয়ে আরেকটি সুসংবাদ দিয়েছেন তিনি। আন্তর্জাতিক অ্যাওয়ার্ড সোস্যাল মিডিয়া ফর অ্যাম্পাওয়ারমেন্ট ২০১৮’ এর সংক্ষিপ্ত তালিকায় এসেছে ফেসবুকে বাংলাদেশভিত্তিক ইংরেজি শেখার গ্রুপ সার্চ ইংলিশ। এর আগেও ফেসবুক সার্চ ইংলিশ নিয়ে তথ্যচিত্র তৈরি করেছে। এ ছাড়াও রাজীব আহমেদের হাত ধরে এসেছে আরও কিছু স্বীকৃতি, পুরস্কার। কোন কারিশমা বা জাদুতে এসব হচ্ছে? রাজীব আহমেদের ভাষ্য, পরিশ্রম আর সততা। ধৈয্য আর শেখার মানসিকতা সবকিছু বদলে দিতে পারে। সার্চ ইংলিশ আর ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ নিয়ে তিনি পরিশ্রম করছেন। তবে যাঁরা তাকে সঙ্গ দিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ দেন তিনি। সেই সঙ্গে ধন্যবাদ দেন সব মেম্বারদের। সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। রাজীব আহমেদ জানান, বিশ্বের ১৮০টি উদ্যোগের মধ্যে কমিউনিটি মোবিলাইজেশন ক্যাটেগরিতে মনোনীত হয়েছে। আগামী মে মাসের ২৫ তারিখ দিল্লীতে অ্যাাওয়ার্ডটির গালা ইভেন্ট অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই অ্যাওয়ার্ডে মনোনীত বিষয়ে সার্চ ইংলিশ এর প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ বলেন, ‘সোস্যাল মিডিয়া ফর অ্যাম্পাওয়ারমেন্ট ২০১৮’-এ আমরা সট লিষ্টে থাকতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম কে অনেক দুর নিয়ে যেতে চাই । ইংরেজি তে আমাদের যে ভয় রয়েছে তা পুরোপুরি দুর করতে চাই । এর আগে ফেসবুকে বাংলাদেশভিত্তিক ইংরেজি শেখার গ্রুপ সার্চ ইংলিশকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে ফেসবুক। প্রথমবাররে মতো বাংলাদেশের কোনো গ্রুপকে নিয়ে এ রকম তথ্যচিত্র নির্মাণ করল ফেসবুক। গত ২৫ অক্টোবর ফেসবুক বিজনেস পেজে সার্চ ইংলিশের ওপর নির্মিত তথ্যচিত্রটি প্রকাশ করা হয়। তথ্যচিত্রে সার্চ ইংলিশের বিভিন্ন সদস্য ইংরেজি ভাষা শেখার বিষয়টি তুলে ধরনে। সার্চ ইংলিশের মাধ্যমে ইংরেজি চর্চার বিষয়টি ফেসবুকের নজরে পড়ে। গত আগস্ট মাসে ফেসবুক সিঙ্গাপুর কার্যালয় থেকে চারজনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে সার্চ ইংলিশ গ্রুপের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ ও গ্রুপের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে। ২০১৬ সালরে জুন মাসে ‘সার্চ ইংলিশ’ ফেসবুক গ্রুপটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই গ্রুপে ১০ লাখের বেশি সদস্য রয়েছে। সবার জন্য উন্মুক্ত এই গ্রুপে যে কেউ যোগ দিতে পারেন। গ্রুপের বিশেষত্ব কি? রাজীব আহমেদ বলেন, এটা এমনই এক গ্রুপ যাকে বলা যায় নিখাদ ইংরেজি চর্চার একটি প্ল্যাটফর্ম। অন্য কোনো আলোচনা নেই, সবাই বন্ধু। গ্রুপে ভেদাভেদ নেই। সবাই মিলে গ্রুপটিকে এগিয়ে নিচ্ছেন। এখানে মাতব্বরির চেয়ে চর্চা হয় বেশি। আপনার ভুল ধরবেনা কেউ। ইংরেজি লেখার সাহস পাবেন। উদ্যোক্তা হওয়ার পরামর্শ পাবেন। এমনি কি আর সার্চ ইংলিশ মিলিয়ন সদস্যের প্ল্যাটফর্ম?