নতুন পন্য

সাড়ে সাত হাজারে লিনাক্সের নতুন স্মার্টফোন, কি আছে দেখুন

By Baadshah

February 16, 2018

নতুন ফোন বাজারে এনেছে লিনাক্স। স্মার্টফোনটির মডেল এলএক্স৫০। এই ফোনে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে ও ২.৫ ডি কার্ভ গ্লাসের স্ক্রিন। এতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৭ নুগাট। সঙ্গে আছে ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি মেমোরি। ফোনটির সামনে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এর পেছনে রয়েছে ৮ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রতিষ্ঠানটির গ্রুপ সিএমও আফতাব মাহমুদ খুরশিদ জানান, কালো, ব্লু ও গোল্ডেন রঙে লিনেক্স এলএক্স৫০ হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে। প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে পাওয়া যাবে ডাটা ক্যাবল, চার্জার হেড, হেডফোন, একটি স্কিন প্রোটেক্টর ও একটি সিলিকন কভার। ব্যাকআপের জন্য এতে রয়েছে ৩ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি। স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার পাঁচশ টাকা।