প্রযুক্তি খবর

সিঙ্গাপুরে চিকিৎসা? বাংলাদেশীদের জন্য ফেরারপার্ক হসপিটাল

By Baadshah

May 24, 2018

সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশীদের উদ্দেশ্য স্বাস্থ্য সচেতনতা সেশন করেছে সিঙ্গাপুরের অন্যতম আধুনিক হেল্থ কেয়ার সেবা প্রদানকারী হাসপাতাল ফেরার পার্ক হসপিটাল। সম্প্রতি হসপিটালের ওয়ান ফেরার হোটেল এন্ড স্পা বলরুমে আয়োজিত এই সেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার মুস্তাফিজুর রহমান এবং সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের সভাপতি মোহাম্মদ শহিদুজ্জামান। সম্মানিত অতিথিরা ছাড়াও আমন্ত্রিত অতিথি ও তাদের স্ত্রীদের জন্য এই আয়োজনটি বাংলাদেশী কমিউনিটির সাথে সিঙ্গাপুরের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ফেরার পার্ক মেডিকেল সেন্টারের মেডিকেল বিশেষজ্ঞরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এতে ডা. মানিশ তানেজা ‘অ্যাডভান্সেস ইন স্ট্রোক ম্যানেজমেন্ট’ বিষয়ে, ডা. বের্নার্ড কক ‘এক্সারসাইজ এন্ড সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ বিষয়ে, ডা. সালেহ ইব্রাহিম ‘লিভার ক্যান্সার প্রিভেনশন ডিটেকশন এন্ড কিউর’ বিষয়ে এবং ডা. মোহাম্মদ মাশফিক আরাফিন সিদ্দিক ‘ম্যানেজমেন্ট অব নেক এন্ড ব্যাক পেইন এন্ড কমপ্লেক্স স্পাইনাল সার্জারি’ বিষয়ে আলোচনা করেন। উল্লেখিত বিষয়গুলোতে সচেতনতা তৈরির জন্য আয়োজিত এই সেশনে অংশগ্রহণকারী অতিথিবৃন্দ বিশেষজ্ঞদের কাছ থেকে সাম্যক ধারণা লাভ করেন। অংশগ্রহণকারীদের কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়ে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখবে ফেরার পার্ক হসপিটাল।

ফেরার পার্ক হসপিটাল সম্পর্কে- ফেরার পার্ক হসপিটাল সিঙ্গাপুরের সবচেয়ে নতুন প্রাইভেট টারশিয়ারি কেয়ার হাসপাতাল। স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের ডিজাইনে তৈরি এই হাসপাতালে রয়েছে উন্নত চিকিৎসা পদ্ধতি। রোগীদের সম্পূর্ণ আধুনিক সেবা প্রদানের নিশ্চিয়তায় সতর্কভাবে প্রস্তুতকৃত ফেরার পার্কের পরিবেশ এর স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের সাহায্য করে। হাসপাতালের রোগী, ডাক্তার এবং স্টাফদের জন্য আরামদায়ক আবাসন ব্যবস্থা এবং উষ্ণ ও ¤িœগ্ধ পরিবেশ তৈরির মাধ্যমে এই হাসপাতাল দৃষ্টান্ত তৈরি করেছে। কানেক্সিয়নে সুবিধাজনক স্থানে অবস্থিত একটি আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনের ঠিক উপরে নির্মিত একটি কমপ্লেক্স। এই হাসপাতালটিতে রয়েছে চমৎকার কিছু বাগান এবং ওয়ান ফেরার হোটেল এন্ড স্পা সম্পর্কিত উৎসাহজনক কিছু আর্ট ডেকোরেশন। হাসপাতাল এবং হোটেলের সমন্বয়ের ফলে ব্যবহারকারীরা তাদের পরিবার এবং দর্শনার্থীরা উপভোগ করতে পারেন বিভিন্ন খাবার ও পানীয়, পছন্দ অনুযায়ী থাকার জায়গা, লাইফস্টাইল প্রোগ্রাম এবং কনফারেন্স সুবিধা। এই হাসপাতালটি ফেরার পার্ক মেডিকেল সেন্টারের সাথে যুক্ত রয়েছে এবং এটিও এই একই কমপ্লেক্সে অবস্থিত। ডাক্তারদের জন্য রয়েছে ১৮৯ বিশেষজ্ঞ ক্লিনিক যা মেডিকেল বিশেষজ্ঞদের একটি বড় অংশ কভার করে। ফেরার পার্ক হসপিটাল এবং ওয়ান ফেরার হোটেল এন্ড স্পা, সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি ফেরার পার্ক কোম্পানি প্রা. লি. এর অংশ।