TechJano

সিটি ইউনিভার্সিটিতে “ইয়াং সায়েন্টিস্ট মিটআপ”

বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ আয়োজিত “ইয়াং সায়েন্টিস্ট মিটআপ” প্রোগ্রামটি সিটি ইউনিভার্সিটি সেমিনার রুমে ১২ মার্চ, ২০১৯ পাঁচ ঘন্টা ব্যাপী বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি(এম আই টি ) এর এরোনটিক্স এস্ট্রনোটিক্স, এম আই টি স্পেস সিস্টেমস ল্যাবরেটরি, জিরো রোবোটিক্স সিস্টেম এডমিনিস্ট্রেটর ও আর্কিটেক্ট, মিজানুল এইচ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড: মোঃ শাহ-ই -আলম। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ সাফায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতি ছিলেন বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রতিষ্ঠাতা প্রধান আরিফুল হাসান অপু। তিনটি সেশনে এম আই টিতে শিক্ষা অধ্যয়ণ(ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি) , মহাকাশচারী হত্তয়ার প্রস্তুতি, রকেট ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত শিক্ষক, শিক্ষার্থী, তরুণ ছাত্র ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করেন।

Exit mobile version