ইভেন্ট

সিটি ইউনিভার্সিটিতে গুগল ক্রাউডসোর্সের সেমিনারে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এল

By Baadshah

February 27, 2018

ইন্টারনেটে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার লক্ষ্যে “গুগল ক্রাউডসোর্স বাংলাদেশ কমিউনিটি” রাজধানীর সিটি ইউনিভার্সিটিতে একটি সেমিনার ও ওয়ার্কসপের আয়োজন করে।সিটি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ সাফায়েত হোসেন উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।সিটি ইউনিভার্সিটি কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষকবৃন্দ, কোঅর্ডিনেটর, মোডেরেটর্স সিটি ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব ( সি ইউ সি সি ), সিটি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাব ( সি ইউ পি সি ), বেসিস স্টুডেন্ট ফোরাম এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। গুগল ক্রাউডসোর্স বাংলাদেশ কমিউনিটি এর সুমাইয়া জাফরিন চৌধুরী ও মোঃ শিবলী মোল্লা গুগল ক্রাউডসোর্স এর বিভিন্ন দিক তুলে ধরেন। কিভাবে গুগল ক্রাউডসোর্স এ্যাপ ব্যবহার করে ইন্টারনেটে বাংলাকে আরো উন্নত করা যায় তা প্রশিক্ষণ দেন। গুগল ক্রাউডসোর্সের প্রোগ্রাম ম্যানেজার জনাব প্রাভীণ দাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গুগল ক্রাউডসোর্স কমিউনিটি এর পিওসি মোহাম্মদ নাওয়াজউদ্দিন গুগল ক্রাউডসোর্সের অফলাইন ক্যাম্পেইন নিয়ে আলোচনা করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০০ জন শিক্ষার্থী উক্ত সেমিনারে যোগদান করেন।