ইভেন্ট

সিটি ইউনিভার্সিটিতে সিএসই বিভাগে আইকিউএসি ওয়ার্কশপ অনুষ্ঠিত

By Baadshah

March 02, 2018

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট(HEQEP) এর আওতায় সিটি ইউনিভার্সিটিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে গত বৃহস্পতিবার দিনব্যাপী ওয়ার্কশপটি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপটি পরিচালনা করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ সাফায়েত হোসেন ।।উক্ত ওয়ার্কশপে স্বাগত বক্তব্য প্রদান করেন, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল এর পরিচালক প্রফেসর মুস্তাফিজুর রহমান। টেকনিক্যাল সেশনে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট ) প্রফেসর ড: মোহাম্মদ কায়কোবাদ ও ডঃ এ বি এম আলিম আল ইসলাম সেলফ এসেসমেন্ট কন্সেপ্টস, আউটকাম বেজড কারিকুলাম ডেভেলপমেন্ট , রিপোর্টিং, পিয়ার রিভিউ নিয়ে বিশদ আলোচনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সি এস ই বিভাগের সেলফ এসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ এবং বিভাগের সকল শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল অতিরিক্ত পরিচালক মোঃ সাফায়েত হোসেন। বিশ্ব ব্যাংকের অর্থয়ানে বিশ্ববিদ্যালয় মনজুরি কমিশন ( ইউ জি সি) হেকেপ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি প্রতিষ্ঠিত হয় ।