দেশ

সিটি ইউনিভার্সিটির উদ্যোগে ওয়ার্কসপ অনুষ্ঠিত

By Baadshah

February 16, 2018

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট(HEQEP) প্রজেক্টের আওতায় সিটি ইউনিভার্সিটিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘Introducing IQAC of Jagannath University to City University” শীর্ষক ওয়ার্কসপ ১৫ ফেব্রুয়ারি-২০১৮, বৃহস্পতিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ওয়ার্কসপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ সেলিম ভূইয়াঁ।

Institutional Quality Assurance Cell (IQAC), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক ড. রাজিনা সুলতানা-এর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান (সেলফ এসেসমেন্ট কমিটি প্রধান), বাংলা বিভাগের অধ্যাপক ড: পারভীন আক্তার জেমী (সেলফ এসেসমেন্ট কমিটি সদস্য ), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান (সেলফ এসেসমেন্ট কমিটি সদস্য ), নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার ফাতেমা জোহরা (সেলফ এসেসমেন্ট কমিটি সদস্য ) চারটি বিভাগের সেলফ এসেসমেন্ট প্রক্রিয়া, এক্সটার্নাল পিয়ার রিভিউ এর উপর প্রেজেন্টেশন স্লাইড উপস্থাপন ও বক্তব্য প্রদান করেন।

এছাড়াও ওয়ার্কসপে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান ও সিটি ইউনিভার্সিটির IQAC-এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক মোঃ সাফায়েত হোসেন এর নেতৃত্বে সিটি ইউনিভার্সিটির ৫ টি বিভাগের (কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, ইংরেজি বিভাগ, আইন বিভাগ) বিভাগীয় প্রধানগণ ও সেলফ এ্যাসেসমেন্ট কমিটির ১৫ জন সদস্যের প্রতিনিধিদল দিনব্যাপি ওয়ার্কসপে অংশগ্রহণ করে। প্রতিনিধিদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের IQAC ও HEQEP প্রজেক্টের আওতায় রিসার্চ ও উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন।