কথায় বলে, সিডনিতে যদি কোনো উদ্যোগ টিকে যায় তবে তার দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো অস্ট্রেলিয়াতেও বেশ কিছু স্টার্টআপ বা প্রযুক্তি উদ্যোগ উঠে আসছে। চলতি বছরের বেশ কিছু নতুন ধারার প্রতিষ্ঠান নজর কেড়েছে। জেনে নিন সিডনি ভিত্তিক কয়েকটি স্টার্টআপের কথা: স্পেসার: অস্ট্রেলিয়ার জনপ্রিয় স্পেস শেয়ারিং উদ্যোগের নাম স্পেসার। যাঁদের বাড়তি বা ফাঁকা কিছু জায়গা তাদের সঙ্গে সাশ্রয়ী খরচে জায়গার সন্ধানদাতাদের যোগাযোগ করিয়ে দেয় স্পেসার। গ্যারেজ,পার্কিংয়ের জায়গাসহ বিভিন্ন জায়গার সন্ধানের জন্য এই উদ্যোগ। ওপেনএজেন্ট: বাড়িবিক্রেতাদের জন্য তৈরি হয়েছে ওপেনএজেন্ট। রিয়েল স্টেট এজেন্ট অনলাইনে খোঁজা ও তুলনা করার উদ্যোগ এটি। কোডার, বাজার বিশ্লেষক ও গ্রাহকসেবাদাতাদের একসঙ্গে যুক্ত করে তৈরি প্ল্যাটফর্মটি ভালোমানের রিয়েল স্টেট এজেন্ট খুঁজে দিতে পারে।এতে এজেন্ট রেটিং ও ম্যাচিং ফিচার আছে। ম্যাডপাউস: সিডনিভিত্তিক প্রাণী পরিবহন সেবা ম্যাডপাউস। পোষা প্রাণীর মালিকদের সঙ্গে দরকারি পরিবহন সেবাদাতাদের খুঁজে দেওয়ার সেবাটি উবারের অনুকরণে তৈরি। কার নেক্সট ডোর: পরিবেশবান্ধব, কম খরচের কমিউনিটির মধ্যে যোগাযোগ সেবা দিতে কার নেক্সট ডোর উদ্যোগটি তৈরি করেছেন সিডনিভিত্তিক উদ্যোক্তারা। এটি পিয়ার টু পিয়ার গাড়ি ভাড়া সেবা দিয়ে থাকে। গাড়ি মালিকেরা গাড়ি ধার নেওয়া, ভাড়া নেওয়ার সুবিধা পান। ক্যারিয়ার এফএকিউএস: অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য দরকারি উদ্যোগ ক্যারিয়ার এফএকিউএস। ক্যারিয়ার বিষয়ক পরামর্শ থেকে শুরু করে প্রস্তুতির নানা পরামর্শ দেয় এ সাইটটি। তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার।