TechJano

সিনেমায় আসছেন ডেভিড ওয়ার্নার, কি মুভি

Nottingham: Australia's David Warner celebrates his century during the 26th match of 2019 World Cup between Australia and Bangladesh at Trent Bridge in Nottingham, England on June 20, 2019. (Photo Credit: Twitter/@cricketworldcup)

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারের। ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে ওয়ার্নারের থাকার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি ছিলেন না। তবে ওয়ার্নারকে এবার দেখা যাচ্ছে ‘রবিনহুড’ সিনেমায়।

তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তেলেগু হিরো নিতিন। ওয়ার্নারের অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শংকর।

ইকোনমিক টাইমসসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়ার্নারের চরিত্রটি হতে যাচ্ছে ক্যামিও। এ জন্য তিনি প্রতিদিন নেবেন এক কোটি রুপি। তেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা পুরোনো। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন।

হায়দরাবাদের একমাত্র আইপিএল শিরোপা এসেছে এই ওয়ার্নারের হাত ধরে। এখন দল পরিবর্তন করলেও তিনি অনেকটা হায়দরাবাদের ঘরেরই ছেলে। ওয়ার্নার সেখানে এতটাই জনপ্রিয় যে নানা বিজ্ঞাপনে তাঁকে দেখা যায়। তেলেগু নির্মাতা এস এস রাজমৌলির সঙ্গে বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি। সব মিলিয়ে ওয়ার্নার হায়দরাবাদের ঘরের ছেলে। তাঁর এই খ্যাতিই কাজে লাগাতে চাইছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

‘রবিনহুড’ সিনেমায় ওয়ার্নারের থাকা তাঁর সমর্থকদের জন্য চমক হয়ে এসেছে। ভারতীয় পত্রিকা দ্য স্টেটসম্যান জানিয়েছে, গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার কাছে ক্ষমাও চেয়েছেন প্রযোজক রবি শংকর।

ওয়ার্নার থাকবেন—এমন ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। তাঁর এক ভক্ত লিখেছেন এভাবে, ‘ভারতীয় সিনেমায় স্বাগত।’ আরেকজন লিখেছেন, ‘নতুনরূপে ওয়ার্নার। নিতিনের রবিনহুডে থাকছেন ওয়ার্নার।’ আরেক ভক্ত লিখেছেন, ‘অপ্রত্যাশিত কম্বো—নিতিন-ডেভিড ওয়ার্নার। সিনেমাটির জন্য অপেক্ষা করছি।’

‘রবিনহুড’ সিনেমাটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। সিনেমাটির নতুন মুক্তি ডেট ঠিক করা হয়েছে এই মাসের শেষ দিকে, ২৮ মার্চ।

 

Exit mobile version