TechJano

সিভি দিলেই বিপিও সামিটে ১১ থেকে ৩০ হাজার বেতনের চাকরি

বিপিও সামিটে কি চাকরি পাওয়া যাবে? হ্যা যাবে। যারা চাকরি খুঁজছেন তারা সিভি নিয়ে সোনারগাঁও হোটেলে গেলেই পাবেন চাকরি। তবে এ চাকরি বিষয়ে জেনে শুনে যাবেন। বিপিও মানে বিজনেস প্রসেস আউটসোর্সিং। ব্যাক অফিসের ডকুমেন্টশনের কাজ। রাতেও করা লাগতে পারে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ (২১ এপ্রিল) শুরু হয়েছে দু’দিনব্যাপী বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলন। এতে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে অংশ নিয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এই প্রতিষ্ঠানটির স্টলে গিয়ে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিলেই মিলছে সর্বনিম্ন ১১ হাজার থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা বেতনের চাকরি।
বিপিও সামিটে ততক্ষণাত ইন্টারভিউ হতে পারে। প্রস্তুতি নিয়ে যাবেন।
কয়েকটি প্রতিষ্ঠান স্পট চাকরি দেবে। স্নাতক ও স্নাতকোত্তর পাসের পাশাপাশি যারা স্নাতকে পড়ছেন, তারাও সিভি জমা দিতে পারবেন। অনেক সময় কল সেন্টারের কাজ হতে পারে বলে ‘যারা শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন এবং কম্পিউটার চালাতে পারেন তারা নিয়োগ পাবেন। ১৫ থেকে ২০ দিনের প্রশিক্ষণ পর্ব পেরোলে চাকরি পাকা হবে।

Exit mobile version