করপোরেট

সিম্ফনিতে পাঁচ হাজার টাকা ছাড় পাবেন যেভাবে

By Baadshah

October 14, 2018

১৬ই অক্টোবর শুরু হচ্ছে সিম্ফনির নতুন ক্যাম্পেইন ‘সিম্ফনি মেগা ধামাকা অফার’। সিম্ফনির নির্দিস্ট মডেলের স্মার্টফোন কিনে এখন আপনি জিতে নিতে পারেনবিদেশ ভ্রমণের জন্য এয়ার টিকেট, মোটরসাইকেল অথবা নিশ্চিত ক্যাশব্যাক। এই অফারে অন্তর্ভুক্ত স্মার্টফোন গুলো হলো সিম্ফনি জেড ১০, পি১১, আই ৭৫, আই ৬০, আই ১০ প্লাস, আই ১০০, আই ৯০, ভি ৭৮, ভি ৭৫ এম ২জিবি, ভি ১৪০, ভি ১৩৫। এছাড়াও হ্যালিও এস ৬০ এবং হ্যালিও এস ৫ ও এই অফারের আওতায় রয়েছে। সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় থাকছে প্রতি হ্যান্ডসেটেই। প্রতিদিন থাকছেনেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বালি, কোলকাতা রিটার্ন এয়ার টিকেট। এছাড়াও আছে প্রতি সপ্তাহে একটি মোটরবাইক। সাথে আছে অপারেটর বান্ডেল অফার। জেড ১০, পি ১১, আই ৭৫এবংহ্যালিও এস৬০ স্মার্টফোন এর সাথে নিশ্চিত ক্যাশব্যাক ছাড়াও অন্যান্য সকল অফার প্রযোজ্য থাকবে। অফারটি পেতে হলেরিটেইলার এর মাধ্যমে নিম্নরূপে এস এম এস করতে হবেঃ FB <স্পেস>১৫ ডিজিটের IMEI নাম্বার<স্পেস>কাস্টমার এর মোবাইল নাম্বারপাঠাতে হবে ২৫৯৫৯ নাম্বারে।