TechJano

সিম্ফনি আই৯৫ কি আছে, কেন কিনবেন? দাম কত?

দেশের বাজারে সাশ্রয়ী স্মার্টফোনের চাহিদা বাড়ছে। বিশেষ করে যেসব স্মার্টফোনের দাম ১০ হাজার টাকার নিচে তাতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। তাই দেশের স্মার্টফোন বিক্রেতারাও এ দিকে ঝুঁকছেন। সাশ্রয়ী স্মার্টফোন গ্রাহকদের কথা মাথায় রেখে দেশের বাজারে আই সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে সিম্ফনি। সিম্ফনির আউটলেটে গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফারসহ এ স্মার্টফোন পাওয়া যাচ্ছে চারটি ভিন্ন রঙে। নতুন এ স্মার্টফোনটির কয়েকটি ফিচার সম্পর্কে জেনে নিন:

নকশা: এর দাম ৭ হাজার ৯৯০ টাকা। ফোনটি সাশ্রয়ী ক্যাটেগরির ফোন হলেও এটি প্রিমিয়াম ফোনের মতো অনুভূতি দেয় আর এর নকশাও দৃষ্টিনন্দন।

Eprothom Aloর‍্যাম: এতে রয়েছে ২ গিগাবাইট র‍্যাম যা সাশ্রয়ী দামের ফোনের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। আই ৯৫ স্মার্টফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। এ ছাড়া থ্রিজি নেটওয়ার্ক ও ওয়াই–ফাইয়ে এটি দুর্দান্ত কাজ করে।

ডিসপ্লে: অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম চালিত ফুল ভিশন ডিসপ্লের এ স্মার্টফোনে ১৪৪০–৭২০ পিক্সেল রেজল্যুশনের ৫ দশমিক ৪৫ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে অন স্ক্রিন নেভিগেশন বাটন আছে।

স্টোরেজ: সিম্ফনি আই ৯৫ হ্যান্ডসেটে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: সিম্ফনি আই ৯৫ স্মার্টফোনটিতে প্রয়োজনীয় ফিচারের পাশাপাশি ছবি তোলার ও ভিডিও দেখার ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে।ডিভাইসটির পেছনে ১৩ মেগাপিক্সেলের অটো ফোকাস ও সামনে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা আছে। এ ছাড়া আছে ফেস আনলক সুবিধা।

ব্যাটারি ও সেন্সর: এতে জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর-সংবলিত দীর্ঘ পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে দেয়া হয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

Exit mobile version