TechJano

সিম্ফনি জেড৩০ উন্মোচন প্যারেন্টাল কন্ট্রোল ফিচার নিয়ে

ঈদ-উল আযহাকে সামনে রেখে ফ্লাগশিপ ফোন জেড৩০ অবমুক্ত করলো দেশীয় ব্র্যান্ড সিম্ফোনি। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটির মোড়ক উন্মোচন করেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

এসময় তারসঙ্গে সংযুক্ত ছিলেন সিম্ফোনি মোবাইলের সিনিয়র ম্যানেজার মার্কেটিং তাইয়েবুর রহমান।

ফোনটির বিশেষত্ব তুলে ধরে তিনি জানান, শিশু-কিশোররা যেহেতু এখন মোবাইলে ক্লাশ করছে এ কারণে নতুন ফোনে প্যারেন্টাল ফিচারকে গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে রয়েছে এআই সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক এর প্রিমিয়াম চিপসেট এবং ৫০০০ মিলি এ্যাম্পিয়ার ব্যাটারী।

সাধারণ ব্যবহারে সিম্ফনি’র এই স্মার্টফোনটি ফুল চার্জে চলবে দুই দিন পর্যন্ত।

Exit mobile version