TechJano

সিম্ফনি রোর ভি৭৮ এর সাথে বাংলালিংকরে ৯ জিবি ফ্রি ইন্টারনেট

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও সেরা স্মার্টফোনব্র্যান্ড সিম্ফনি ৯ জিবি ফ্রি ইন্টারনেট ও ৩০০ মিনিট ফ্রি টক টাইমসহ (অন-নেট) সাশ্রয়ী মূল্যের সিম্ফনি রোরভি৭৮ নিয়ে এসেছে মাত্র ৫,৫৯০ টাকায়। আকর্ষণীয় বিভিন্ন অফারের সাথে জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল ফোন কেনার
সুযোগ প্রদানের মাধ্যমে ক্রেতাদের ডিজিটাল জীবনযাত্রা বাস্তবায়নের একটি উদ্যোগ হিসেবে এ বিশেষ বান্ডেল অফার চালু করেছে বাংলালিংক।
ঢাকার গুলশান ১-এ অবস্থিত বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগারস্‌ডেন–এ সম্প্রতি স্মার্টফোনটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানেউপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার মাইক মিশেল, হেডঅফ ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ও এডিসন গ্রুপের বিজনেস অপারেশনগ্রুপের সিনিয়র ডিরেক্টর মো. মাকসুদুর রহমান।“সিম্ফনি রোর ভি৭৮”-এ আছে ৪.৯৫’’(২.৫ডি) ফুল ভিশন ডিসপ্লে, ১৮:৯আসপেক্ট রেসিও, ২০০০ এমএএইচ ব্যাটারি, ৫ মেগা পিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম এবং ১.৩ কোয়াড কোরপ্রসেসর। আকর্ষণীয় ফিচারের হ্যান্ডসেটটির সাথে বাংলালিংকের ফ্রি ৯ জিবি ইন্টারনেট ডেটা ও ৩০০ মিনিট টক টাইম ক্রেতাদের ডিজিটাল জীবনযাত্রার চাহিদা পূরণে সক্ষম হবে।স্মার্টফোনটি ক্রয়ের পর প্রতি মাসে ৩ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা ও ১০০ মিনিট ফ্রি টক টাইম (৩ মাসের জন্য)উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও গ্রাহকরা তিন মাসে ৩০ বার ১.৫ জিবি ডেটা কিনে ১০০% বোনাস পাওয়ারমাধ্যমে ৪৫ জিবি পর্যন্ত ইন্টারনেট উপভোগ করতে পারেন। দেশের সকল বাংলালিংক স্টোর, বাংলালিংক ই-স্টোর এবং বাংলালিংকের ডিস্ট্রিবিউশনচ্যানেলে পাওয়া যাবে অফারটি। বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.banglalink.net/en/eshop

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার মাইক মিশেল বলেন, “দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা আরও বেশি সংখ্যক গ্রাহককে
ডিজিটাল জীবনযাত্রার সাথে যুক্ত করতে চাই। সাশ্রয়ী মূল্যের এই বান্ডেলঅফার ক্রেতাদের ডিজিটাল জীবনযাপনের সহায়ক হবে। দেশের ডিজিটালকরণে
ভূমিকা রাখতে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের সাথে ভবিষ্যতেও চুক্তিবদ্ধ হবে বাংলালিংক।

এডিসন গ্রুপের বিজনেস অপারেশন গ্রুপের সিনিয়র ডিরেক্টর মো. মাকসুদুর রহমান বলেন, “বাংলালিংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই বান্ডেল অফারটি আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের হ্যান্ডসেট ইন্ডাস্ট্রির শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সিম্ফনি বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের চাহিদা পূরণ করতে চেষ্টা করে যাচ্ছে। “সিম্ফনি রোর ভি৭৮” আকর্ষণীয়ফিচারযুক্ত একটি সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট। এর সাথে ৯ জিবি ইন্টারনেট ডেটা ও ৩০০ মিনিট টক টাইম এবং ৪৫ জিবি
ইন্টারনেট বোনাস অফারটিকে গ্রাহকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে।”গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা দিতে স্বনামধন্য ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়ে আকর্ষণীয় অফারসহ সাশ্রয়ী মূল্যে হ্যান্ডসেট নিয়ে আসতে চায় বাংলালিংক।

বাংলালিংকের অফার:
• ৯ জিবি ফ্রি ইন্টারনেট
• ৩০০ মিনিট ফ্রি অন-নেট টকটাইম
• ইন্টারনেট প্যাকেজে কিনে ৪৫ জিবি পযর্ন্ত ইন্টারনেট বোনাস

হ্যান্ডসেটের ফিচার:
• ৪.৯৫’’ ফুল ভিশন ডিসপ্লে
• অ্যার্ন্ড্রয়েড নোগাট ৭.০
• ১.৩ গিগা হার্জ কোয়াড কোর
• ৫ + ৫ মেগা পিক্সেল ক্যামেরা
• ১ জিবি র‍্যাম + ৮ জিবি রম
• ২০০০ এমএএইচ ব্যাটারি
• মূল্য: ৫,৫৯০ টাকা

বাংলালিংক সম্পর্কে-
বাংলালিংক, বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান যার রয়েছে ৩ কোটি ২৬ লক্ষেরও বেশি গ্রাহক। এটি নেদারল্যান্ড ভিত্তিক কোম্পানি ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান।

Exit mobile version