সিলেটে সোমবার সকাল ১০টা ৫৩ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম বলে জানিয়েছে মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস।
সিলেট আবহাওয়া অধিদপ্তর সুত্র জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম প্রদেশের গৌহাটিতে।
সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবহাওয়াবিদ মাহমুদুল হাসান সোহেল জানান, এই সময়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে একটি মাঝারী পাল্লার ভূমিকম্প অনুভূত হয়। এতে কেঁপে উঠেছে সিলেটসহ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলও।তবে নগরীর বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। এখন পর্যন্ত এ ঘটনায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র : ইউএনবি