TechJano

সেরা তথ্য-প্রযুক্তি সেবাদাতা কোম্পানির স্বীকৃতি পেল জেনেক্স ইনফোসিস

দেশের তথ্য ও প্রযুক্তি খাতে অবদানের জন্য মর্যাদাপূর্ণ  ‘দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছে শীর্ষস্থানীয় এবং প্রথম সরকারি তালিকাভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস। দেশের বাজারে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য ‘আইসিটি সলিউশনস প্রোভাইডার অব দ্য ইয়ার ২০১৯’ ক্যাটাগরিতে জেনেক্সকে এ পদক দেয়া হয়।

সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে জেনেক্সের প্রতিষ্ঠাতা আদনান ইমাম ও প্রিন্স মজুমদারের হাতে পদকটি তুলে দেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

জেনেক্স ইনফোসিসের ডিরেক্টর আদনান ইমাম এবং সিইও প্রিন্স মজুমদার বলেন, “বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতে এক আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করেছিল জেনেক্স। ছোট পরিসরে এর কার্যক্রম শুরু হলেও আইটি সেবা খাতের প্রথম কোম্পানি হিসেবে সরকারি তালিকাভুক্ত হয়েছি আমরা। আমরা জেনেক্সের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং এর মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চাই। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় আমাদের উদ্যোগকে স্বীকৃতি দেয়ার জন্য দ্য ডেইলি স্টারকে ধন্যবাদ।”

Exit mobile version