জনপ্রিয়

সেরা ১০ টি স্মার্টফোন ২০২০ সালের

By Baadshah

November 02, 2020

২০২০ সালে এপর্যন্ত বেশ কয়েকটি ফোন এসেছে বাজারে। তবে এগুলোর মধ্যে সেরা ১০ টি বেছে নেওয়া একপ্রকার খাটুনিই বটে। তবুও এবারের ফোনগুলোর সবথেকে ফিচার হচ্ছে ৫জি বা ৫ম প্রজন্ম। আর এরকম কিছু সেরা ফোন নিয়ে থাকছে এই লেখায়।

তবে চলুন শুরু করি আমাদের এই স্মার্টফোনের তালিকা।

এরকম সময়ে বাজারে প্রচুর স্মার্টফোন পাওয়া যায় যেগুলোর মধ্যে ভাল কোনটা হবে তা বোঝা বেশ মুশকিল। আর এর জন্যই এই তালিকা। এখানে সকল ফোনেই ৫জি সুবিধা দেওয়া আছে তাই এখন না হলেও যখন আমাদের দেশেও ৫জি চালু হবে তখন এই ফোনগুলোর আসল মজা পাওয়া যাবে। এছাড়াও এইসব ফোনে আছে অত্যাধুনিক প্রসেসর আর উন্নত স্টোরেজ যা আপনার সাধারণ ফোনের থেকে একধাপ উপরে।