প্রযুক্তি বিশ্ব

সেলফি ক্যামেরা নিয়ে হুয়াওয়ের প্রতারণা

By Baadshah

August 26, 2018

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ব্র্যান্ডটির নোভা-৩ স্মার্টফোনের একটি বিজ্ঞাপনের ছবির শুটিংয়ে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে ছবিকে এডিট করে নোভার সেলফি বলে চালাতে গিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে হুয়াওয়ে।

বিজ্ঞাপন প্রচার করতে গিয়ে আসল কাহিনী ফাঁস হয়েছে হুয়াওয়ের মিসর বিভাগের। এই বিজ্ঞাপনের শুটিংয়ের একটি ভিডিওতে দেখা যায়, সেলফি তোলার সময় নোভা-৩ এর পরিবর্তে ডিএসএলআর ক্যামেরার সামনে হাত বাড়িয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন দুই মডেল। কিন্তু তাদের হাতে কোনো মোবাইল নেই। ভিডিওটি এডিট করে পরবর্তীতে পুরুষ মডেলের হাতে নোভা-৩ ফোন ধরিয়ে দেয়া হয়েছে।

বিষয়টি পরিষ্কার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুয়াওয়ের কারসাজি ফাঁস করেছেন নোভার এক ব্যবহারকারী। প্রথমে ইনস্টাগ্রাম ও পরে রেডিটে শেয়ার করেন ওই ব্যবহারকারী। তিনি বলেন, কয়েকদিন আগে হুয়াওয়ে নতুন মডেলের মোবাইল ফোনের বিজ্ঞাপনের একটি ভিডিও প্রচার করেছে। ভিডিওতে থাকা নারী মডেল শুটিংয়ের নেপথ্যের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখান থেকেই বোঝা যাচ্ছে, যে ছবি তোলা হয়েছে ডিএসএলআর ক্যামেরায়।