নতুন পন্য

সোনা দিয়ে তৈরি স্যামসাং নোট ৯!

By Baadshah

August 18, 2018

সোনা দিয়ে তৈরি ফোন কিনতে চান? স্যামসাং নোট ৯ গোল্ড এডিশন কিনতে পারেন। রাশিয়ান প্রতিষ্ঠান ক্যাভিয়ার নোট ৯ ফোনটিকে এক কেজি সোনা দিয়ে তৈরি করেছে।

রাশিয়ার ক্যাভিয়ার নামের একটি প্রতিষ্ঠান গ্যালাক্সি নোট ৯ স্মার্টফোনটি ‘ফাইন গোল্ড এডিশন’ নামের বিশেষ একটি সংস্করণ বের করেছে। এ ফোনটির পেছনের প্যানেলে এক কেজি ‘ফাইন গোল্ড ৯৯৯.৯’ ব্যবহার করেছে তারা। অবশ্য, ফোনটির অন্যান্য নকশা ও ফিচার একইরকম রয়েছে। ১২৮ জিবি স্টোরেজ মডেলের ফোনটির দাম পড়বে ৩৮ লাখ ৭০ হাজার রুবল বা প্রায় ৪৮ লাখ ৮০ হাজার টাকা। আর ২৫৬ জিবি মডেলটির দাম ৪৯ লাখ ৫ হাজার টাকার মতো।

গ্যালাক্সি নোট ৯ স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে অক্টোকোর এক্সিনোস ৯৮১০ প্রসেসর। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও চালিত ফোনটিতে ৬ জিবি র‍্যাম রয়েছে। আইপি ৬৮ রেটিংয়ের ফোনটি ধুলা ও পানি প্রতিরোধী। ডুয়েল ক্যামেরা সেটআপের ফোনটির পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহৃত হয়েছে। ফোনটির সামনে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ব্যাটারি চার হাজার মেগাপিক্সেলের।