ক্যারিয়ার

সোনালী ব্যাংকের ২২০০ কর্মকর্তাকে পদোন্নতি

By Sajia Afrin

December 24, 2024

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। ব্যাংকটি সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি দিয়েছে।

জানা যায়, সোনালী ব্যাংকে সব মিলিয়ে প্রায় ১৮ হাজার কর্মকর্তা রয়েছেন। কিছুদিন আগে মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। তবে নিচের দিকে পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে ছিল।

এ জন্য সরকার পরিবর্তনের পর নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা পদোন্নতির পাশাপাশি কিছু নিয়মিত পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় সোমবার এসব পদে পদোন্নতি দেওয়া হয়। ফলে ব্যাংকটির প্রায় ১২ শতাংশ কর্মকর্তা একসঙ্গে পদোন্নতি পান।