ক্যারিয়ার

সোনালী ব্যাংক নিয়োগ দেবে ২৮৬ জন

By Baadshah

September 18, 2018

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোনালী ব্যাংক লিমিটেড। সংরক্ষিত মুক্তিযোদ্ধা কোটায় তিনটি শূন্য পদে ২৮৬ জনকে নিয়োগ দেয়া হবে। শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যার সন্তানরা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার: ৩৪টি

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন: ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’ অনুযায়ী ২২,০০০ – ৫৩,০৬০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

পদের নাম ও সংখ্যা: অফিসার: ৯২টি

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন: ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

পদের নাম ও সংখ্যা: অফিসার(ক্যাশ): ১৬০টি

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন: ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

আবেদনের নিয়ম: শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট http://www.erecruitment.bb.org.bd/-এর অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।