দেশ

সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দেয়া হচ্ছে দুর্যোগ ও দুর্ভোগ মোকাবেলায়: প্রতিমন্ত্রী

By Baadshah

October 03, 2020

করোনা ও বন্যার মতো দুর্যোগের সময়ে প্রতিটি মানুষ যেন সহায়তা পায়, এবং কেউ যেন অনাহারে না থাকে, আশ্রয়হীন না থাকে সেজন্য প্রযুক্তির সহযোগিতা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার নিজ নির্বাচনী এলাকা আত্রাই নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ শেষে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এরপর সিংড়া থেকে গুরুদাসপুর পর্যন্ত অবৈধ সৌতি জাল ও পানির নিচের কাঠামো উচ্ছেদ অভিযানে অংশ নেন তিনি।

এসময় জুনাইদ আহমেদ পলক বলেন, দুর্যোগ ও দুর্ভোগ মোকাবেলায় সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দেয়া হচ্ছে। সেখানে কোনো ছবি বা ভিডিও প্রকাশ পেলেই সে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করা হচ্ছে। অনাহারির কাছে আহার পৌঁছে দেয়া এবং আশ্রয়হীনের আশ্রয় দেয়ার ক্ষেত্রে দ্রুত যোগাযোগ করা সম্ভব হচ্ছে। বাঁধ ভাঙার মতো দুর্যোগের চিত্র তাৎক্ষণিক ভাবে পাওয়া যাচ্ছে।

ফলে এই সোশ্যাল মিডিয়ায় সাহায্য কেন্দ্রের ফোন নম্বর প্রকাশ করে দুর্গত মানুষের সরাসরি যোগাযোগ করার ব্যবস্থাও তৈরি করা হয়েছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী।