দেশ

সৌদি নতুন প্রযুক্তিপণ্য রপ্তানি করছে বাংলাদেশ

By Baadshah

August 05, 2018

সুখবর হচ্ছে বাংলাদেশ থেকে সৌদিতে আইওটি প্রযুক্তিপণ্য রপ্তানি হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের প্রস্তুত আইওটি (ইন্টারনেট অব থিংস) ভিত্তিক ডিভাইস এখন দেশের গণ্ডি পেরিয়ে সৌদি আরবের মক্কায় পানি সরবরাহ সমস্যা নিরসনে ব্যবহৃত হবে। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের জন্য এটি এক ঐতিহাসিক অর্জন। সারা দুনিয়া এখন ডিজিটাল শিল্প বিপ্লবে শরিক হওয়ার চেষ্টা করছে আর বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। বুধবার বঙ্গবন্ধু হাইটেক, কালিয়াকৈরে দেশের প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ডাটা সফট ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলিইন কর্পোরেশন প্রস্তুতকৃত একটি আইওটি ভিত্তিক ডিভাইস সৌদি আরবে রফতানি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মক্কাকেন্দ্রিক একটি প্রতিষ্ঠান ’স্যাকআলভাতানিয়া’ এই অত্যাধুনিক ডিভাইসটি আমদানি করছে। মোস্তাফা জব্বার বলেন, সরকার তথ্যপ্রযুক্তি সেবা কিংবা পণ্য রফতানির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, আইওটির যাত্রা শুরু করার জন্য ৩০০ ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে যাতে তারা আইওটি ডিভাস তৈরিতে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে ২৮টি হাইটেক পার্ক তৈরি করছে। তিনি বলেন, ডিজিটাল শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সফটওয়্যার ও হার্ডওয়্যার রফতানিতে বর্তমান সরকার কর্তৃক ক্যাশ প্রণোদনা প্রদানের কারণে বাংলাদেশি ইলেকট্রনিকস পণ্য আন্তর্জাতিক বাজার দখলে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাংসহ বেশকিছু আন্তর্জাতিক নামকরা প্রতিষ্ঠান বাংলাদেশে কারখানা স্থাপন করছে। আমাদের দেশের সফটওয়্যার কোম্পানিসমূহ নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশে কাজ করছে, বিশ্বের ৮০টিরও বেশি দেশে সফটওয়্যার রফতানি হচ্ছে। মন্ত্রী বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রস্তুতকৃত আইওটি ডিভাইসগুলো প্রথমবারের মতো রফতানির জন্য মোহাম্মদ সালেম বিন মাহফুজ, সিইও, স্যাকআলভাতানিয়া-এর হাতে হস্তান্তর করেন। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, ঢাকা ওয়াসার এমডি ইঞ্জিনিয়ার তাকসিম খান, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, ডাটা সফট ম্যানুফ্যাকচারিংয়ের পক্ষ থেকে মাহবুব জামান এবং চেয়ারম্যান হাসান রতন, অনুষ্ঠানে বক্তব্য দেন।