ক্যারিয়ার

স্কলারশিপ দিচ্ছে মেটলাইফ

By Sajia Afrin

November 16, 2022

স্কলারশিপ খুঁজছেন? অ্যাকচুয়ারীতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য মেটলাইফ বাংলাদেশ তার ফ্ল্যাগশিপ “প্রফেশনাল অ্যাকচুয়ারিয়াল স্টাডি স্কলারশিপ” প্রোগ্রামের মাধ্যমে বৃত্তি প্রদান করছে।

স্কলারশিপটি পেতে ৩০ নভেম্বর ২০২২ তারিখে বা তার আগে শিক্ষার্থীরা তাদের আপডেট করা সিভি জমা দিতে হবে https://metlifebd.online/518538 এই লিংকের মাধ্যমে।

বীমা কোম্পানির বিভিন্ন আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং বীমা খাতের সমৃদ্ধি ও বর্ধিতকরণ সহজতর করতে অ্যাকচুয়ারিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বব্যাপী অ্যাকচুয়ারি পেশার জন্য আকর্ষণীয় ক্যারিয়ারের সুযোগ রয়েছে।

যারা অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের জন্য এটিই একমাত্র বেসরকারী-খাতের স্কলারশিপ প্রোগ্রাম।

অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, পরিসংখ্যান, অর্থনীতি, এবং ফিনান্সিয়াল এ্যনালিসিসে আগ্রহ এবং গণিত উৎসাহীদের জন্য বৃত্তিটি বিশেষভাবে উপযোগী।

স্কলারশিপটি বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং প্রাপকদের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের মাধ্যমে নির্বাচন করা হয়।

নির্বাচিত শিক্ষার্থীদের জন্য, মেটলাইফ বাংলাদেশ অ্যাকচুয়ারি স্টাডি এবং সার্টিফিকেশনের সম্পূর্ণ খরচ বহন করবে যার মধ্যে রয়েছে পরীক্ষার রেজিস্ট্রেশন ফি, বার্ষিক সদস্য ফি, অধ্যয়নের উপকরণ, ক্যালকুলেটর, পরীক্ষা সফলভাবে সমাপ্ত করার জন্য আর্থিক পুরস্কার এবং সার্টিফাইড অ্যাকচুয়ারির মেন্টরশিপ। 

স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে মন্তব্য করে, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বছরের পর বছর ধরে, শিক্ষার্থীদের মধ্যে অ্যাকচুয়ারিয়াল স্টাডি নিয়ে আগ্রহ বাড়ছে কিন্তু তারা সঠিক দিক নির্দেশনার অভাবে তাদের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পরে। এই স্কলারশিপ সেসব শিক্ষার্থীদের সুযোগ করে দিবে মেটলাইফের প্রতিভাবান অ্যাকচুয়ারিদের মেন্টরশিপ এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করতে।’

মেটলাইফ

MetLife Inc. (NYSE: MET), এর অংগপ্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”) এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বীমা, এ্যানুইটি, গ্রুপ বীমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে|

১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। ১৯৫২ সালে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মেটলাইফ-এর এশিয়া যাত্রা শুরু হয়।

বর্তমানে মেটলাইফ বাংলাদেশের সর্ববৃহৎ জীবনবীমা প্রতিষ্ঠান। প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবন বীমা প্রতিষ্ঠান।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.metlife.com.bd