এডিটরের বাছাই

স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনছে শাওমি

By Baadshah

May 20, 2018

প্রযুক্তি নির্ভর এই যুগে স্মার্টফোন জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শাওমি। এবার শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইসে স্ক্রিনের ভেতরেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনতে যাচ্ছে শাওমি। নতুন স্মার্টফোনের একটি ভিডিও ফাঁস হয়েছে ইউটিউবে। ডিভাইসটিকে বলা হচ্ছে ‘মি ৮’। এতে পর্দায় আঙ্গুল দিয়ে ডিভাইস আনলক করতে দেখা গেছে ব্যবহারকারীকে।

আগের বছরের মি ৬ ডিভাইসের পরবর্তী সংস্করণ হবে মি ৮। শাওমি মাঝ থেকে মি ৭ বাদ দেবে বলে গুজব রয়েছে। পর্দায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ডিভাইসটি আনলক করতে এতে ৩ডি ফেসিয়াল রিকগনিশন ফিচার আনতে পারে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের সঙ্গে ৮জিবি র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ এবং ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি রাখা হতে পারে ডিভাইসটিতে। ধারণা করা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সুবিধাও যোগ করা হবে ডিভাইসটিতে। ফাঁস হওয়া সংক্ষিপ্ত ভিডিওতে শুধু ‘ইন-ডিসপ্লে’ ফিঙ্গারপ্রিন্ট লগইন ফিচার ছাড়া অন্য কোনো ফিচার দেখানো হয়নি।

পর্দায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবহার এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। কিন্তু স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই প্রযুক্তির ব্যবহার এখন দ্রুত বাড়ছে। এর আগে ভিভো এক্স২০ এবং হুয়াওয়ে পোরশে ডিজাইন মেইট আরএস-এ এই প্রযুক্তির ব্যবহার দেখা গেছে।

সূত্র: দ্য ভার্জ