হাই টেক পার্কের এমডি হোসনে আরা বেগম বলেছেন সব সম্ভাবনাময় স্টার্টআপকে সাহায্য করবেন তিনি। যাঁদের সম্ভাবনা আছে তারা যেন যেকোনো ভাবে আবেদন করেন। তাদের সুবধিা দেওয়া হবে। জায়গা থেকে শুরু করে ফান্ড পর্যন্ত নানা সুবিধা পাবেন।
স্টার্টআপদের জন্য নানা সুবিধা দেবেন হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম
