ইভেন্ট

স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের আয়োজনে ‘আইপি ক্লিনিক ফর স্টার্টআপস’ কর্মশালা

By Baadshah

May 08, 2018

সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়ন ও মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে একটি উদ্ভাবন-কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি’ নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। নতুন কর্মসংস্থান তৈরি, প্রযুক্তিগত দক্ষতার বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে এই প্রচেষ্টা দেশের উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা রাখবে। প্রকল্পের অধীনে ইকুইটি ইনভেস্টমেন্ট, কনভার্টিবল ডেবট অথবা অনুদান আকারে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও মেন্টরিং, অফিস স্পেইস, বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট, লিগ্যাল ও ইন্টেলেকচুয়াল প্রপার্টি সাপোর্ট দেয়া হচ্ছে। ইতোমধ্যে আইডিয়া প্রকল্প হতে ৩৬টি স্টার্টআপ কে অনুদান প্রদান করা হয়েছে এবং কয়েকটি স্টার্টআপের ফাইনান্সিয়াল ও লিগ্যাল ডিউ ডিলিজেন্স প্রক্রিয়াধীন। তাছাড়া আইসিটি বিভাগ এবং বিভিন্ন বেসরকারী স্টার্টআপ ইনকিউবেটর থেকে স্টার্টআপ বা উদ্যোক্তাদের আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ সকল স্টার্টআপদের মেধাস্বত্ব সংরক্ষণ এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার লক্ষ্যে ৭ মে বিসিসি অডিটরিয়াম (২য় তলা), আইসিটি টাওয়ারে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্লিনিক ফর স্টার্টআপস’ নামে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়।