TechJano

স্টার্টআপ হিসেবে সরকারি সাহায্য নিতে চান? আপনাকেই খুঁজছে

আপনার ব্যবসা বা উদ্যোগ কি ডিজিটাল? একে আরও বড় করে বিশ্বজুড়ে পরিচিত করতে চান? সরকার আপনাকে সাহায্য করবে। আপনাকেই খুঁজছে সরকার। পাশাপাশি সাহায্য করবে মোবাইল অপারেটর বাংলালিংক। আপনাকে শুধু কিছু তথ্য দিয়ে আবেদন করতে হবে। সম্ভাবনাময় ডিজিটাল স্টার্টআপগুলোকে সাহায্য করতে হাই টেক পার্ক কর্তৃপক্ষ ও মোবাইল অপারেটর বাংলিংকের উদ্যোগে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে আইটি ইনকিউবেটর কর্মসূচি। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও মোবাইল অপারেটর বাংলালিংকের উদ্যোগে চালু হচ্ছে এ কর্মসূচির জন্য আবেদন প্রক্রিয়া ১৯ মার্চ শুরু হয়েছে। এর আওতায় সফল উদ্যোগগুলোকে হাইটেক পার্কে জায়গা দেওয়াসহ নানা সুবিধা দেওয়া হয়।
সম্প্রতি রাজধানীর জনতা টাওয়ারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবারের কর্মসূচিতে অংশগ্রহণের আবেদনসংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান ও দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।অনুষ্ঠানে জানানো হয়, ২০১৬ সালে অনুষ্ঠিত আইটি ইনকিউবেটরের প্রথম পর্ব শেষ হয়। উদ্যোক্তাদের অবকাঠামো, উপকরণ ও নির্দেশনাগত সাহায্য দিতে আবেদনকারী উদ্যোক্তাদের নির্বাচন করা হবে। আবেদন করা যাবে https://incubator.banglalink.net/ এ লিংক থেকে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

Exit mobile version