TechJano

স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি সমর্থিত স্মার্টফোন শীঘ্রই রিয়েলমি আনছে

বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের স্মার্টফোনে অত্যাধুনিক প্রসেসর এবং অপারেটিং সিস্টেম – স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি এবং অ্যান্ড্রয়েড ১২ বেটা ১ যুক্ত করে শিগগিরই দারুণ কিছু স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। উভয় প্রযুক্তি মিলিতভাবে স্মার্টফোনপ্রেমী তরুণদের অসাধারণ স্মার্টফোনের অভিজ্ঞতা প্রদান করবে।

স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি ও রিয়েলমি জিটি সমর্থিত অ্যান্ড্রয়েড ১২ বেটা ১- যুক্ত রিয়েলমি’র নতুন স্মার্টফোন খুব শিগগিরই বৈশ্বিক বাজারে পাওয়া যাবে।

রিয়েলমি তাদের স্মার্টফোনে সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করার লক্ষ্যে কোয়ালকমের সাথে নিরলসভাবে কাজ করছে, যাতে ব্যবহারকারীরা দুর্দান্ত পারফরমেন্স এবং উন্নতমানের গেমিং ফিচারগুলো উপভোগ করতে পারবেন। এই কাজের প্রতিফলন হল স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি, যা কোয়ালকম ক্রায়ো ৬৭০ সিপিইউযুক্ত ৬ ন্যানোমিটার চিপ এবং এটি ৪০ শতাংশ পারফরমেন্স বৃদ্ধিতে সক্ষম। এর অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ গ্রাফিক্স রেন্ডারিং গতি আগের প্রজন্মের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি দ্রুত গতিসম্পন্ন।

অন্যদিকে, অ্যান্ড্রয়েড ১২ বেটা ১ যুক্ত রিয়েলমি জিটি, ব্যবহারকারীদের আরও অসাধারণ অভিজ্ঞতা প্রদান করবে। অ্যান্ড্রয়েড ১২ বেটা ১ সমর্থন করা অন্যতম প্রথম ডিভাইস রিয়েলমি জিটি। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে অ্যান্ড্রয়েড ১২ বেটা ১ সমর্থিত রিয়েলমি ইউআই ২.০ বিকাশ করতে রিয়েলমি গুগলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। চলতি বছর রিয়েলমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন রিয়েলমি জিটি শিগগিরই বাজারে আসবে, যাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সুপার পাওয়ারফুল এসডিএম৮৮৮ প্রসেসর, নতুন প্রজন্মের কুলিং সিস্টেম, ১২০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জ এবং ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

বিস্তারিত আপডেট পেতে নজর রাখুন রিয়েলমি বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেইজে। লিঙ্কঃ https://cutt.ly/realme_BD । খুব শিগগিরই বাজারে নতুন ট্রেন্ডসেট করতে আসছে রিয়েলমি জিটি সাথে থাকবে অ্যান্ড্রয়েড ১২ বেটা ১ এবং স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি’র সাথে লিপ-ফরোয়ার্ড পারফরমেন্সের নতুন স্মার্টফোন।

Exit mobile version