প্রযুক্তি বিশ্ব

স্বপ্নের উড়ন্ত ট্যাক্সি আসছে হুন্দাইয়ের

By Baadshah

January 11, 2020

একুশ শতকে উড়ন্ত গাড়িই হতে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ। তাই হুন্দাইয়ের সঙ্গে হাত মিলিয়ে ‘ফ্লাইং ট্যাক্সি’ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে উবার। সম্প্রতি এস-এওয়াননামের একটি ‘কনসেপ্ট এয়ারক্রাফট’ সামনে এনেছে সংস্থাটি।

দুই দশক আগে ১৯৯৭ সালে হলিউডের কল্পবিজ্ঞান ভিত্তিক থ্রিলার ছবি ‘দ্য ফিফত এলিমেন্ট’-এ মানুষ যা দেখেছে, তা-ই এখন বিজ্ঞানের হাত ধরে বাস্তবের রূপ পেতে চলেছে। মাটি ছেড়ে এবার আকাশেই উড়বে গাড়ি। জানা গেছে, উবারের জন্য উড়ন্ত গাড়ি বানানোর দায়িত্ব নিয়েছে হুন্দাই। নতুন এয়ার ট্যাক্সির টেক অফ আর ল্যান্ডিংয়ের জন্য বিশেষ পরিকাঠামো  তৈরির কাজ যৌথভাবে করবে উবার ও হুন্দাই। প্রথম এই প্রযুক্তি সামনে আনে নাসা। একটি সূত্র জানিয়েছে, সর্বোচ্চ ২৯০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটতে পারবে এই ‘ফ্লাইং ট্যাক্সি’। মাটি থেকে প্রায় ২,০০০ ফুট ওপরে উড়বে এই উড়ন্ত গাড়ি। টানা ১০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে ইলেকট্রিকে চলা এই ট্যাক্সি। এর ব্যাটারি চার্জ হতে সময় লাগবে ৫ থেকে ৭ মিনিট।