দেশ

স্বল্পমূল্যে শাওমির লাইট সংস্করণ এখন বাজারে

By Baadshah

July 18, 2018

ঘোষণার আগেই বিক্রি শুরু হয়েছে শাওমি এমআই এ২। অবশ্য ফোনটির মূল সংস্করণ নয়, এর স্বল্পমূল্যের লাইট সংস্করণ এখনই আলিএক্সপ্রেসে শাওমির ভার্চুয়াল স্টোরে পাওয়া যাচ্ছে। নতুন ফোনটি মূলত রেডমি ৬ প্রো ফোনটির অ্যান্ড্রয়েড ওয়ান সংস্করণ। হার্ডওয়্যার প্রায় শাওমি এমআই এ১-এর মতই। তবে মূল্য অনেক কম এবং ভবিষ্যতে আরও কমবে।

ফোনটিতে থাকছে নচযুক্ত ফুলএইচডি প্লাস, ২২৮০ x ১০৮০ পিক্সেল রেজুলেশনের ৫ দশমিক ৮৪ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টাকোর প্রসেসর, ৩ বা ৪ গিগাবাইট র‌্যাম এবং ৩২ বা ৬৪ গিগাবাইট স্টোরেজ।ক্যামেরা দেওয়া হয়েছে পেছনে ১২ ও ৫ মেগাপিক্সেল এবং সামনে আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি থাকছে ৪০০০ এমএএইচ।অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ওয়ান ইন্টারফেইস যুক্ত ওরিও ৮.১।

দ্রুত আপডেট পাবে বলে শাওমি আশ্বস্ত করেছে ক্রেতাদের।যারা ৩ গিগাবাইট ‌র‌্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজ সংস্করণ কিনবেন তাদের খরচ হবে ১৮৯ ডলার বা প্রায় ১৬ হাজার টাকা। আর ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ সংস্করণের মূল্য ২০৯ ডলার বা প্রায় ১৭ হাজার ৬০০ টাকা।