ক্যারিয়ার

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পদে চাকরি

By Baadshah

November 17, 2018

জনবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। বিভিন্ন গ্রেডে শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে আটটি পদে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম:

ইনভেস্টিগেটর, এডিটর, ডাটা এন্ট্রি অপারেটর, সুপারভাইজার, ট্রান্সলেটর, ডাটা অ্যানালিস্ট, রিভিউয়ার এবং প্রতিবেদক সম্পাদক পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা:

আটটি পদে ঠিক কতজন লোক নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে তেমন কিছু উল্লেখ করা হয়নি।

যোগ্যতা:

প্রথম শ্রেণির বা সমপর্যায়ের কর্মকর্তাসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/স্নাতক/সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালানোর দক্ষতাসহ এক থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন আবশ্যক। পদগুলোর জন্য নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন।

বেতন ভাতা:

ইনভেস্টিগেটর, এডিটর ও ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন সর্বসাকল্যে ১৯ হাজার ৮২৫ টাকা।

সুপারভাইজার ও ট্রান্সলেটরদের বেতন সর্বসাকুল্যে ২৪ হাজার ৭০০ টাকা।

ডাটা অ্যানালিস্ট ও প্রতিবেদক সম্পাদকের সম্মানী প্রতিদিন এক হাজার ৫০০ টাকা হারে দেওয়া হবে।

রিভিউয়ারের সম্মানী প্রতিদিন এক হাজার ৮০০ টাকা হারে দেওয়া হবে।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদের লিখিত দরখাস্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে/সরাসরি দাখিল করতে পারবেন।

আবেদনের সময়সীমা:

আবেদনপত্র পাঠানোর শেষ সময় ২৭ নভেম্বর, ২০১৮।

বিস্তারিত জানুন বিজ্ঞপ্তিতে:

সূত্র : বিডিজবস