TechJano

স্মার্টওয়াচকে ঢেলে সাজাচ্ছে স্যামসাং

চলতি বছর বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণ করছে স্যামসাং, তবে এটি অবশ্যই ভার্চুয়ালি। সম্মেলনের প্রথম দিন (২৮ জুন) কোম্পানিটি গ্যালাক্সি এক্সপেরিয়েন্স কীনোট প্রদর্শন করবে। সেখানে গ্যালাক্সি ইকোসিস্টেম, নতুন ওয়াচ এবং মোবাইল সিকিউরিটি নিয়ে নতুন তথ্য জানাবে।

হ্যাঁ, ঐ অনুষ্ঠানে স্যামসাং ওয়্যার অপারেটিং সিস্টেম সম্বলিত নতুন গ্যালাক্সি স্মার্টওয়াচ সম্পর্কে ঘোষণা দেবে।

স্যামসাংয়ের বরাত দিয়ে জিএসএম এরিনা জানিয়েছে, স্যামসাং তাদের স্মার্টওয়াচকে ঢেলে সাজাচ্ছে। সেখানে ডেভেলপার এবং গ্রাহকদের জন্য নতুন সুযোগ তৈরি করা হচ্ছে। এছাড়া নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।

একইসাথে, গ্রাহকদের পছন্দ, স্বাধীনতা ও সম্ভাবনার সুযোগ রেখে সংযুক্ত ডিভাইস ও সেবার ইকোসিস্টেমে গ্রাহকদের শক্তিশালী করছে স্যামসাং।
Exit mobile version