TechJano

স্মার্টওয়াচ এক চার্জে চলবে টানা ২০ দিন

আন্তর্জাতিক বাজারে এলো নতুন স্মার্টওয়াচ অ্যামাজফিট টি-রেক্স। এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়ামি জানিয়েছে ডিভাইসটিতে একটানা ২০ দিন ব্যাকআপ পাওয়া যাবে। মোট পাঁচটা রঙে পাওয়া যাবে অ্যামাজফিট টি-রেক্স। চীনে এই স্মার্টওয়াচের দাম ৭৯৯ ইয়েন।

নতুন মডেলের অ্যামাচফিটে আছে ১.৩ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। থাকছে পিপিজি হার্ট রেট সেন্সর, থ্রি অ্যাক্সিস অ্যাকসেলেরোমিটার। জিওম্যাগনেটিক সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। থাকছে ব্লুটুথ ৫.০ কানেকশন। এছাড়াও লোকেশন ট্র্যাকিংয়ের জন্য রয়েছে জিপিএস ও গ্লোনাস।

এই স্মার্টওয়াচে রয়েছে ৩৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে ২০ দিন চলবে ডিভাইসটি। স্মার্টওয়াচের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে দুই ঘণ্টা সময় লাগবে। থাকচছে ওয়াটার রেসিস্ট্যান্ট। নতুন এই স্মার্টওয়াচের ওজন ৫৮ গ্রাম।

ডিভাইসে ১৪টি স্পোর্টস মোড ট্র্যাকিং থাকছে। থাকছে ২৪ ঘণ্টা হার্ট রেট সেন্সর। এছাড়াও স্মার্টফোনের সব নোটিফিকেশন এই স্মার্টওয়াচে দেখে নেওয়া যাবে। থাকছে মোবাইল পেমেন্ট সাপোর্ট।

Exit mobile version