এডিটরের বাছাই

স্মার্টফোনের অলরাউন্ডার ওয়ান প্লাস থ্রিটি, কি আছে এতে?

By Baadshah

May 05, 2018

স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে ওয়ান প্লাসের নাম আমরা সবাই শুনেছি। ওয়ান প্লাস থ্রিটি (OnePlus 3t) বেশ পরিচিতি একটি মডেল। ওয়ান প্লাস থ্রিটি কে স্মার্টফোনের অলরাউন্ডার বলা যায়। কেন?  তারই বিশ্লেষণ থাকছে এ লেখায়। আমরা প্রত্যেকেই এমন এক স্মার্টফোন চাই যাতে ডজন খানেক সফটওয়্যার থাকবে। সাথে ল্যাগবিহীন গেমস চালানো যাবে। আরও থাকা লাগবে ভালো ক্যামেরা। কিন্তু তা কি সম্ভব? কে বলেছে সম্ভব না! সমস্যা হল-মোবাইল কোম্পানিগুলো এক দিক দিয়ে সুবিধা দিতে গিয়ে অন্য দিকের কথা ভুলে যায়। যার কারণে আমরা ভাল ক্যামেরা সুবিধা পেলেও র‌্যামজনিত সমস্যা থেকে যায়। বেশি গ্রাফিকসের কোনো গেম খেললেই স্মার্টফোনটি হ্যাং করে বসে। ৫-৬টি সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে চালালেই মাঝে-মধ্যে রিস্টার্ট নিতে শুরু করে ।স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে এর চেয়ে বিরক্তিকর আর কি আছে? আপনার স্বপ্নের অলরাউন্ডার স্মার্টফোন হতে পারে ওয়ান প্লাস থ্রিটি (OnePlus 3t) । ফোনটতিে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ভার্সন ৬.০.১ (মার্শমেলো); যা নুগাটে এ আপগ্রেড দেওয়া যাবে। এর স্ক্রিনের মাপ ৫.৫ ইঞ্চি ফুল এইচডি। আপনি গেম ভালোবাসেন? আপনি যদি গেম খেলতে এবং মাল্টি টাস্কিং করতে পছন্দ করেন তাহলে এ স্মার্টফোন জুৎসই হবে। কারণ ওয়ান প্লাস থ্রিটি (OnePlus 3t) তে পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম সুবিধা! এ রকম স্পেসিফিকেশন সচরাচর পাবেন কি? যারা ভাবছেন ক্যামেরা নিয়ে, তাদেরও হতাশ করছেনা ওয়ান প্লাস থ্রিটি (OnePlus 3t) । এর ফ্রন্ট সেলফি ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুটিই ১৬ মেগাপিক্সেল। এবার যদি বলি এর ডিজাইন বা নকশার কথা। সেটাও নান্দনিক। আপনার ভালো লাগতেই হবে ওয়ান প্লাস থ্রিটি (OnePlus 3t) । কারণ, ওই যে মনোমুগ্ধকার ডিজাইন আর দারুণ ফিল! এত কিছুর সুবিধা পাওয়ার পর নিশ্চয়ই ভাবছেন, এই ফোনের জন্য কি কিডনি বিক্রি করা লাগবে? না! কিডনি বেচার দরকার নেই। লাখ টাকা দামের ফোনের বাজারে চীনা কোম্পানি ওয়ান প্লাসের তৈরি ওয়ান প্লাস থ্রিটি (OnePlus 3t) ফোনটির দাম হাতের নাগালেই। বাজারমূল্যে ৩৬-৩৮ হাজারের মধ্যেই পেয়ে যাবেন ফোনটি। তাই যাদের স্মার্টফোন কেনার বাজেট ৩৬-৩৮ হাজার টাকা তাদের জন্য এ অলরাউন্ডার স্মার্টফোন সাজেস্টেড থাকবে!

লেখক: ফারহান ভানভীর, তথ্যপ্রযুক্তি লেখক। ফেসবুক:ttps://www.facebook.com/ffarhantanvir