TechJano

স্মার্টফোনে চন্দ্রগ্রহণের ভালো ছবি তোলার সহজ কিছু কৌশল শিখে নিন

বাংলাদেশের আকাশ থেকে আজ বছরের দ্বিতীয় পূর্ণ চন্দ্রগ্রহণটি দেখা যাবে। শুক্রবার রাতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এটি হবে একুশ শতকের (২০০১-২১০০) সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ।এ চন্দ্রগ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে। এই শতাব্দীতে এটিই দীর্ঘতম চন্দ্রগ্রহণ। দেখা যাবে ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদও। এর মাধ্যমে বিরল এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব

২৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টা ১৩ মিনিট ৬ সেকেন্ডে শুরু হওয়া চন্দ্রগ্রহণ শেষ হবে ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ডে।

কেন্দ্রীয় গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত ২টা ২১ মিনিট ৪৮ সেকেন্ডে এবং গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.৬১৪। পেশাদার ফটোগ্রাফাররা এ উপলক্ষে নানা প্রস্তুতি নিয়েছেন। কিন্তু পেশাদার ছাড়াও হাতে থাকা স্মার্টফোন দিয়েও কেউ চাইলে এই দারুণ মুহূর্তকে বন্দী করতে পারেন।

স্মার্টফোন দিয়ে চন্দ্রগ্রহণের ভালো ছবি তোলার কৌশল জেনে নিন:

আরও পড়ুন:

শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ ও ব্লাড মুন আজ কখন শুরু হচ্ছে?

২০১৮ সালে আকাশে কি ঘটছে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, উল্কা বৃষ্টি, ধূমকেতু সংঘর্ষ?

জুলাইতে শতাব্দীর দীর্ঘতম ‌’চন্দ্রগ্রহণ’ এবং ‘ব্লাড মুন’ এর সাক্ষী হচ্ছে বিশ্ববাসী

১৫২ বছর পর দেখা যাবে সুপার ব্লু ব্লাড মুন

Exit mobile version