expo second day

দেশ

স্মার্টফোন আমদানি কমেছে

By Baadshah

August 13, 2018

চলতি বছরে দেশে স্মার্টফোন আমদানির পরিমাণ কমছে। গত ছয় মাসের পরিসংখ্যানে দেশে স্মার্টফোনের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে দেশে সবমিলে ৩৭ লাখ ৮৯ হাজার স্মার্টফোন আমদানি হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ কম। ব্যবসায়ীরা বলছেন, বাজেটে আমদানির ওপর ১০ শতাংশ কর বাড়ানোর কারণেই স্মার্টফোন আমদানিতে চলছে মন্দা অবস্থা। স্মার্টফোনের সঙ্গে বেসিক ফোন বা ফিচার ফোনের আমদানিও আগের চেয়ে ১১ শতাংশের বেশি কমেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে এসেছে এক কোটি ৫৫ লাখ বেসিক বা ফিচার ফোন।