ইভেন্ট

স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে উই-এর বিশেষ অফার

By Baadshah

January 10, 2019

দেশি স্মার্টফোন ব্র্যান্ড ‘উই’ আজ (১০ই জানুয়ারী ২০১৯) থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-তে শুরু হতে যাওয়া ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৯ বিশেষ অফার নিয়ে এসেছে।

দেশের সবচেয়ে বড় স্মার্টফোন ও ট্যাব মেলার এই আয়োজনে ‘উই’ ক্রেতাদেরজন্য রেখেছে বিশেষ ছাড় ও নিশ্চিত উপহারের ব্যবস্থা। এর মধ্যে রয়েছে প্রতিটি ‘উই’ স্মার্টফোনের সাথে ‘ডাবল অফার’ ও ‘ট্রিপল অফার’ এ একটা নিশ্চিত উপহার এবং সবচয়ে সোশ্রয়ী মূল্যে ৪ জি স্মার্টফোন (৪০০০টাকা থকে ৫০০০ টাকার মধ্যে) ও ৩ জি (২৫০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে) অফার। আরো থাকছে জিপির ৪ জিবি ডাটা ফ্রি।

মেলা উপলক্ষে উই দিচ্ছে মেলার সবচেয়ে বড়ো ছাড় উই একসেসোরিজ এর উপর গ্রাহকগণ ১০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকার মধ্যে ব্র্যান্ডেড Bluetoothস্পিকার, হেডফোন, এডাপটার, স্ক্রিনপ্রটেক্টর, ব্যাক কভারসহ আরো অনেক আকর্ষণীয় একসেসোরিজ পাবেন৭০% পর্যন্ত ডিসকাউন্ট এ।