নতুন পন্য

স্মার্টফোন চার্জ হবে পানি দিয়ে!

By Baadshah

May 22, 2018

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন সকল কাজে প্রয়োজন হয়। আর এই সব কাজের প্রয়োজন পূরণ করতে গিয়ে স্মার্টফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আপনি বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আর ঠিক তখন বুঝতে পারলেন আপনার ফোন চার্জ করতে ভুলে গেছেন। আপনাকে ৩০ মিনিটের মধ্যে বের হতে হবে অথচ এই দিকে ফোনের চার্জ একদম নেই। আসলে সেই সময়টা কতটা যন্ত্রনাদায়ক তা আমরা সকলেই বুঝি। তাই এবার স্মার্টফোনের চার্জিং সমস্যা সমাধানে এবার এক চমকপ্রদ সমাধান। পানি দিয়ে চার্জ হবে স্মার্টফোন।

বিজ্ঞানীরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিষ্কার করেছে যা দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মত। এই চার্জিং ডিভাইসটিতে রয়েছে একধরনের লবণাক্ত পানি। যা ইলেকট্রিক তৈরি করতে সক্ষম। ফলে পাওয়ার ব্যাংকের মতোই ফোনে চার্জ দেওয়া যাবে এটি দিয়ে।

নতুন এই চার্জিং ডিভাইসটি তৈরি করেছ জেএকিউ নামের একটি প্রতিষ্ঠান। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড 1800 মিলি অ্যাম্ফিয়ার আওয়ার ব্যাটারির সমান ইলেকট্রিক তৈরি করতে পারে। ফলে এটি দিয়ে ট্যাবলেট এবং কম্পিউটারের মত ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে।