TechJano

স্মার্টফোন বাজারে ইতিহাসে এত বড় ধস নামেনি আর

করোনাভাইরাসের কারণে ভয়ংকর ক্ষতির মুখে পড়েছে স্মার্টফোন বাজার। স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্যমতে, গত বছরের তুলনায় ফেব্রুয়ারি মাসে বিশ্বজুড়ে নতুন স্মার্টফোনের বিক্রি কমেছে প্রায় ৩৮ শতাংশ।

গত বছরের ফেব্রুয়ারিতে ৯ কোটি ৯২ লাখ স্মার্টফোন বিক্রি হলেও ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে হয়েছে মাত্র ছয় কোটি ১৮ লাখ। বিক্রি কমার এ হারকে স্মার্টফোন বাজারের ইতিহাসে সবচেয়ে বড় পতন বলেও মন্তব্য করেছেন বাজার গবেষণা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নেইল মোস্টন।

বিশ্বজুড়ে নতুন স্মার্টফোনের চাহিদা কমার বিষয়ে প্রতিষ্ঠানটির আরেক পরিচালক লিন্ডা সুই জানান, করোনার কারণে এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত কারখানায় স্মার্টফোন উৎপাদন সম্ভব হয়নি। গ্রাহকরাও নতুন ডিভাইস কিনতে বিক্রয়কেন্দ্রে যেতে পারেনি। অনেকে আবার নতুন স্মার্টফোন কিনতে আগ্রহী না হওয়ায় এমনটি ঘটেছে।

Exit mobile version