TechJano

স্মার্টফোন মেলা শুরু, ছাড়-অফারসহ কোন ফোন কিনবেন

smartphone expo

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১ জানুয়ারি থেকে শুরু হল স্মার্টফোন ও ট্যাব এক্সপো। ফোনে চলছে ছাড় আর উপহার। স্মার্টফোন ও ট্যাব নিয়ে সবচেয়ে বড় আয়োজন স্মার্টফোন ও ট্যাব মেলা । প্রতিটি মোবাইল ব্র্যান্ড ও প্রতিষ্ঠানই ছাড়-অফার দিচ্ছে।মেলায় স্যামসাং মোবাইলের মূল অফার বলতে থাকবে মূলছাড়। তবে ঠিক কী পরিমাণ মূল্যছাড় দেবে সেটা জানায়নি। তবে এর বাইরেও বেশকিছু আয়োজন থাকবে ব্র্যান্ডটির। এছাড়াও গ্যালাক্সি এ৮ প্লাস ফোনটি উন্মোচন করবে স্যামসাং। আর মেলার প্রথম দিন থেকেই এর প্রি অর্ডার নেবে।

টেকনো মোবাইল
টেকনো মোবাইল টেকশহর স্মার্টফোন ও ট্যাব মেলায় ফোনের মূল্যের উপর ১০ শতাংশ মূল্যছাড় দেবে। এর বাইরেও কিছু আয়োজন থাকবে যা মেলায় না গেলে পাওয়া যাবে না বলে জানান টেকনোর কর্মকর্তারা।

শাওমি
শাওমি মেলায় স্মার্টফোন ছাড়াও তাদের বেশকিছু গ্যাজেট নিয়ে আসছে। সবগুলোতেই প্রতিষ্ঠানটি মূল্যছাড় দেবে বলে জানিয়েছে।

উই মোবাইল
উই মোবাইল এর আগের মেলাতেও একটি কিনলে একটি ফ্রি অফার দিয়ে এসেছে। এবারের অফারেও চমক দেখাবে বলে জানায় প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে ফেসবুকে লটারি পদ্ধেতিতে পুরস্কার দিচ্ছে উই।

হুয়াওয়ে
হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ স্মার্টফোন ও ট্যাব মেলায় মূল্যছাড় দেবে। দেবে কিছু গিফট। স্মার্টফোনের পাশাপাশি প্রতিষ্ঠানটি ট্যাবও বিক্রি করবে। এছাড়াও গ্যাজেটে ২০ শতাংশ ছাড় দেবে প্রতিষ্ঠানটি।

এলজি
এলজি মোবাইল অন্তত ছয়টি মডেলের স্মার্টফোন নিয়ে মেলায় আসবে। যেগুলো ৮ হাজার টাকা থেকে শুরু হয়ে ফ্ল্যাগশিপ ডিভাইসও থাকছে। প্রত্যেকটি মডেলে মূল্যছাড় দেবে। এছাড়াও এলজি মেলায় ইএমআইতে ফোনও বেচবে তারা। এজন্য ক্রেতাদের পিটিসি ব্যাংক চেক দিলেই হবে। কোনো ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না।

অপ্পো
অপ্পো মেলায় তাদের এফ৫ সেলফি ফোনটিকে প্রাধান্য দেবে বলে জানায়। এজন্য ফোনটির সঙ্গে বেশকিছু উপহার এবং মূল্যছাড় দেবে প্রতিষ্ঠানটি।

সিম্ফনি
দেশের নম্বর ওয়ান ব্র্যান্ড হিসেবে স্বীকৃত সিম্ফনি স্মার্টফোন ও ট্যাব মেলায় ৫ শতাংশ ক্যাশব্যাক অফার দেবে। এর বাইরেও কিছু অফার রাখছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও লাভা, নকিয়া, লেনোভো, ডিটেল, ডিসিএল, উইনম্যাক্স, মাইক্রোম্যাক্সের স্মার্টফোন মেলায় পাওয়া যাবে। আর তারাও ছাড়-আর দেবে বলে জানিয়েছে।স্মার্টফোন ছাড়াও মেলায় স্মার্টফোনের আনুষঙ্গিক গ্যাজেট বিক্রি করবে এডাটা, কিকশা ডটকম, আজকের ডিলসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান।

থাকবে অল্পদামে ট্যাবলেট নিয়ে বিজয় ডিজিটালের স্টল।বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই মেলায় দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।

Exit mobile version