নতুন পন্য

স্মার্ট জুতা জানাবে পরিশ্রমে কতটা ক্যালরি খরচ হলো!

By Baadshah

June 05, 2018

স্মার্ট জুতার আগের মডেলটি তেমন বাজার না পাওয়ায় সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্ট জুতা নিয়ে এল শাওমি। চিনের বিখ্যাত কোম্পানি শাওমির ‘ইউপিন’ প্রকল্পের অধীনে নতুন এই স্মার্ট জুতো বাজারজাত করেছে সংস্থাটি। ‘অ্যামেজফিট’ নামে এই জুতোয় রয়েছে এমন সব যন্ত্রাংশ যা দিয়ে দৈনিক কত পথ হাঁটছেন, কতটা পরিশ্রমে কতটা ক্যালরি খরচ করলেন এমন সব তথ্য পাওয়া যাবে এই স্মার্ট জুতা থেকে।

তবে চিনের বাজার থেকে অন্যান্য দেশে কবে এই জুতো আসবে তা জানানো হয়নি। প্রযুক্তি ওয়েবসাইটের তথ্য অনুসারে স্মার্টজুতো বানানোর জন্য হুয়ামি টেকনোলজিস নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে শাওমি। এই জুতোর সঙ্গে মি ফিট অ্যাপের সংযোগ স্থাপন করে জানা যাবে ব্যবহারকারীর স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য।

জানা গেছে, ১৭ মে থেকে চীনা বাজারে এসেছে এই জুতো। নতুন এই জুতোয় রয়েছে আগের থেকে আরও ভাল সেন্সর। যার ফলে আরও নিখুঁত তথ্য দেবে এই জুতো। চিনা বাজারে অ্যামেজফিট মিলবে ২১০০ টাকায়। তবে, জুতো ও ট্র্যাকার আলাদা কিনতে হবে। মোট ৫টি রঙে মিলবে এই স্মার্ট জুতা। কালো, কমলা, ধূসর, গোলাপি ও সবুজ লাল রঙে বাজারে পাওয়া যাবে এই জুতা।