TechJano

স্মার্ট টেকনোলজিস এর সাথে ব্যবসা করে মাইক্রোল্যাবের সন্তুষ্টি প্রকাশ

সম্প্রতি চীনের মাইক্রোল্যাব হেড কোয়ার্টারে ব্যবসায়িক বৈঠক করেছেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশে মাইক্রোল্যাব এর ব্যবসায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাইক্রোল্যাব এর সিইও জ্যাক পেং এবং সিনিয়র সেলস ম্যানেজার ক্যারোলিন লী।

জ্যাক পেং বলেন, ’বাংলাদেশে মাইক্রোল্যাব এর ব্যবসায় সম্প্রসারনে স্মার্ট টেকনোলজিস অনবদ্য ভূমিকা রেখেছে। এজন্য আমরা স্মার্ট পরিবার এবং স্মার্ট এর সকল পার্টনারদের ধন্যবাদ জানাচ্ছি।’ উক্ত বৈঠকে স্মার্ট টেকনোলজিস এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মহিবুল হাসান এর হাতে নতুন ডিসট্রিবিউটর সার্টিফিকেট হস্তান্তর করেন জ্যাক পেং।

বাংলাদেশের বাজারে ভবিষ্যতে আরও যুগপোযোগী ও প্রযুক্তিবান্ধব পন্য নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন জ্যাক। এসময় আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর স্পীকার প্রোডাক্ট ম্যানেজার সাইফুল ইসলাম।

Exit mobile version