TechJano

স্যামসাংয়ের সব ফোন ৬ বছর হ্যাকিংয়ের ঝুঁকিতে ছিল

২০১৪ সালের পর স্যামসাংয়ের যত ফোন উন্মোচিত হয়েছে, সবগুলো টানা ছয় বছর হ্যাকিংয়ের ঝুঁকিতে ছিল। প্রতিষ্ঠানটি ২০২০ সালের মে মাসের সফটওয়্যার আপডেটে ত্রুটি ঠিক করেছে।

গুগলের প্রজেক্ট জিরো টিমের সদস্য ম্যাটিউজ জুরসিক প্রথম এই ত্রুটি ধরতে পারেন বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জেডিনেট। এই ত্রুটি ছিল স্যামসাংয়ের ‘Skia’ সংক্রান্ত পার্টে। এটি অ্যান্ড্রয়েডের গ্রাফিক্স লাইব্রেরি।

জুরসিক জানিয়েছেন, ত্রুটির কারণে দূর থেকে ফোনগুলো নিয়ন্ত্রণের সুযোগ সৃষ্টি হয়। স্যামসাং ডিভাইসে বারবার মেসেজ পাঠিয়ে তিনি ত্রুটি ধরতে পারেন। Skia library শনাক্ত করতে অ্যান্ড্রয়েড ডিভাইসে মেসেজ পাঠাতে হয়।

গবেষকেরা জানিয়েছেন, এসএমএস বা এমএমএস পাঠিয়ে ফোন হ্যাক করলে ব্যবহারকারী কোনো নোটিফিকেশনও পাননি। ‘অ্যান্ড্রয়েডে নোটিফিকেশন শব্দ ছাড়াই আমি ফোন হ্যাক করতে সক্ষম হয়েছি,’ জানিয়ে জুরসিক বলেন, ‘ঠিক কত ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনই বলা যাচ্ছে না।’

Exit mobile version