TechJano

স্যামসাং এন্ট্রি লেভেলের স্মার্টফোন আনছে

ভিয়েতনামের বাজারে সম্প্রতি গ্যালাক্সি এম১২ অবমুক্ত করেছে স্যামসাং। এবার ফোনটি অন্যান্য দেশের বাজারেও পাওয়া যাবে। এটি একটি এন্ট্রি লেভেলের ফোন।

ফোনে ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে। ফোনের পেছনে ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরনের ধাতু, যার ফলে ফোনটি হাতে নিয়ে ব্যবহারে আরাম পাওয়া যাবে। গ্যালাক্সি এম১২ ফোনটিতে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে। ফোনটিতে ইনফিনিটি ভি নচ দেয়া হয়েছে।

ফোনটি চলবে অক্টা-কোর প্রসেসর দিয়ে। ৩ জিবি র‌্যাম ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র‌্যাম ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজে ফোনটি কিনতে পাওয়া যাবে। এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ব্যাকআপের জন্য এতে থাকছে ৬০০০মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি । ফোরজি নেটওয়ার্কে এক চার্জে ৫৮ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে। ফোনটির ওজন মাত্র ২২১ গ্রাম।

Exit mobile version