স্যামসাং ওয়ান ইউআই৫ স্মার্টফোন ব্যবহার স্মুথ করবে। স্মার্টফোনের কাজকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও গতিশীল করতে স্যামসাং নিয়ে এসেছে দুর্দান্ত ফিচার

ফিচার

স্যামসাং ওয়ান ইউআই৫ স্মার্টফোন ব্যবহার সহজ করবে

By Sajia Afrin

November 28, 2022

স্যামসাং ওয়ান ইউআই৫ স্মার্টফোন ব্যবহার স্মুথ করবে। স্মার্টফোনের কাজকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও গতিশীল করতে স্যামসাং নিয়ে এসেছে দুর্দান্ত ফিচার ও সর্বাধুনিক প্রযুক্তির ইউজার ইন্টারফেস (ইউআই) স্যামসাং ওয়ান ইউআই৫।

ইউআইটি এর ব্যবহারোপযোগিতার জন্য ইতোমধ্যেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। ওয়ান ইউআই৫ এর অনন্য কিছু ফিচার হলো:

মাল্টিটাস্কিং এখন আরও স্বাচ্ছন্দ্যদায়ক

স্মার্টফোনে কখনো কখনো মানুষকে একসাথে অনেকগুলো কাজ করতে হয়।

সেক্ষেত্রে বাজারের খুব কম ফোনই মাল্টিটাস্কিং স্বাচ্ছন্দ্যদায়ক হয়। দ্রুতগতিতে ও বাধাহীনভাবে মাল্টিটাস্কিং করা যাবে এমন সুবিধা নিয়ে এসেছে স্যামসাং ওয়ান ইউআই৫।

এছাড়া, কেউ যদি রানিং অ্যাপকে উইন্ডোড মোডে নিতে চান, তাহলে ফোনের ওপরে ডানদিকে সোয়াইপ করে চলতি অ্যাপকে উইন্ডোড মোডে নিয়ে যেতে পারবেন।

আর এজন্য ব্যবহারকারীকে প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। এরপর অ্যাডভান্সড ফিচার থেকে ল্যাবস অপশন হয়ে টার্ন অন অল দ্য অপশনস চালু করতে হবে।

খুব সহজেই ইমেজ থেকে টেক্সটে কপি

স্যামসাং ওয়ান ইউআই৫ এ এখন খুব সহজেই যেকোনো ইমেজ থেকে টেক্সট কপি করা যাবে, যা পরবর্তীতে এডিটও করা যাবে।

স্যামসাং কি-বোর্ডের এক্সট্রাক্ট টেক্সট অপশনের মাধ্যমে এখন যেকোনো বই, সাইনবোর্ডের লেখা, ছাপা বা ডিজিটাল মাধ্যমে থাকা লেখাকে টেক্সটে রূপান্তর করা যাবে। ব্যবহারকারীদের লাইফস্টাইলকে আরও সহজ করবে এ ধরনের ফিচার।

পছন্দসই স্টিকার তৈরি

স্যামসাং ওয়ান ইউআই৫ আছে এমন স্মার্টফোন ব্যবহারকারীরা এখন ফোনেই তৈরি করতে পারবেন নিজেদের পছন্দসই স্টিকার।

এজন্য তাদের যেকোনো ইমেজ অপশনে গিয়ে ফ্রি লেসো টুল ব্যবহার করতে হবে। ঐ টুলের সাহায্যে প্রথমে ইমেজের অবজেক্টকে মার্ক করে দিতে হবে।

ডিভাইসের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সেই অবজেক্টকে কনসাইজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে স্টিকারের জন্য প্রস্তুত করে তুলবে।

এছাড়া, এই টুল ব্যবহার করে ইমেজে খুব নিখুঁত সার্কেল বা অ্যারো তৈরি করা যাবে।

স্মার্ট সাজেশন

স্যামসাং ওয়ান ইউআই৫ এ উইজেট অপশন থেকে স্মার্ট সাজেশন উইজেট সিলেক্ট করে হোম স্ক্রিনে সেট করা যাবে।

এতে করে আপনি যে সকল অ্যাপ বেশি ব্যবহার করেন তা এক উইজেটে দেখাবে। ফলে, আপনার অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা হবে স্মুথ।

পাশাপাশি, উইজেট স্ট্যাকিং করার মাধ্যমে একটি উইজেট অ্যানিমেশন সোয়াইপ করেই এখন মাল্টিপল উইট ব্যবহার করা যাবে।

এই ফিচারের কারণে এখন স্মার্টফোনে ঝামেলাহীনভাবে অ্যাপ ব্যবহার করা যাবে।

র‍্যাম প্লাস বন্ধ করে রাখার সুযোগ

প্রয়োজন না হলে র‍্যাম প্লাস বন্ধ করে রাখার সুযোগ থাকছে ব্যবহারকারীদের জন্য।

স্যামসাং ওয়ান ইউআই৫ এ ব্যবহারকারী চাইলে র‍্যাম প্লাস বন্ধ করে রাখতে পারবেন।

এজন্য তাকে সেটিংসে গিয়ে ব্যাটারি এন্ড ডিভাইস কেয়ারে যেতে হবে।

সেখান থেকে মেমোরি অপশনের র‍্যাম প্লাসে গিয়ে টার্ন অফ সিলেক্ট করতে হবে। এতে করে ঐ ডিভাইসটিতে র‍্যাম প্লাস বন্ধ হবে, আবার প্রয়োজনে এটি একইভাবে চালু করা যাবে।

অনন্য ও সর্বাধুনিক এসব ফিচার

ব্যবহারকারীদের নাগালের মধ্যে নিয়ে এসেছে স্যামসাং ওয়ান ইউআই৫ এ। স্মার্টফোন চালানোর অভিজ্ঞতাকে আরও স্মুথ ও সিমলেস করতে এসব ফিচার নিয়ে আসা হয়েছে।

আর দুর্দান্ত এসব ফিচারের কারণেই এই ইউজার ইন্টারফেসটি অন্যান্য ইউআই থেকে আলাদা।