মোবাইল ফোন

স্যামসাং গ্যালাক্সি এস৬ আর আপডেট হবে না

By Baadshah

April 06, 2018

পুরোনো ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস৬ এর জন্য আর সফটওয়্যার আপডেট দেবে না স্যামসাং। যেসকল ডিভাইসকে সফটওয়্যার আপডেট দেওয়া হবে, তার তালিকা থেকে ফোনটিকে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু অ্যান্ড্রয়েড সংস্করণই নয়, গ্যালাক্সি এস৬ ব্যবহারকারীরা আর সিকিউরিটি আপডেটও পাবেন না।

আপডেটের ব্যাপারে স্যামসাং বরাবরই উদাসীন। সেক্ষেত্রে, ২০১৫ সালের ফোন তিন বছর পর আর আপডেট পাবে না তা অস্বাভাবিক নয়। এতোদিন মাসিক আপডেটের তালিকায় থাকলেও এখন বাৎসরিক আপডেট পাওয়া ডিভাইসের তালিকাতেও নেই এস৬।

স্যামসাং পুরোনো ফ্ল্যাগশিপের মধ্যে এখনো গ্যালাক্সি এস৬ অ্যাকটিভ আর এস৬ এজ প্লাস ফোনগুলোকে আপডেট দেবে। তবে সেগুলোও অ্যান্ড্রয়েড ৮ ওরিও আপডেট পাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। কিছু দিন আগে স্যামসাং গ্যালাক্সি এস৬ ওরিও পাবে এমন গুঞ্জন শুরু হয়েছিল, এই খবরের পর ধরে নেয়া যেতে পারে সে আশা না করাই ভাল।