TechJano

‘স্যামসাং টিভি প্লাস’ শীঘ্রই স্মার্টফোনে আসছে

নিজেদের স্মার্ট টিভি-নির্ভর স্ট্রিমিং সেবা ‘স্যামসাং টিভি প্লাস’ স্মার্টফোনের জন্যও নিয়ে আসছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। গিজমোচায়নার সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন আভাসই মিললো। যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা বিনামূল্যে সেবাটি ব্যবহার করতে পারবেন, ইন্টারনেটের সাহায্যে স্মার্টফোনে স্ট্রিম করে দেখতে পারবেন একশ’রও বেশি চ্যানেল।

স্মার্টফোন অ্যাপের মাধ্যমে স্ট্রিমিং সেবাটি ব্যবহারকারীদের হাতে পৌঁছে দেওয়া হবে এবং শুধু গ্যালাক্সি সিরিজ অন্তর্ভুক্ত ডিভাইসগুলোর ব্যবহারকারীরাই সেবাটি পাবেন বলে খবর ছড়িয়েছে। শুরুতে গ্যালাক্সি ট্যাব এস৬ এবং গ্যালাক্সি এস২০ হ্যান্ডসেটে আসতে পারে ‘স্যামসাং টিভি প্লাস’।

ব্যবহারকারীরা সেবাটির মাধ্যমে লাইভ চ্যানেল বাদেও ‘ভিডিও অন ডিমান্ড’ কনটেন্ট দেখতে পাবেন বলে উল্লেখ করেছে আইএএনএস। সেবাটির মাধ্যমে সিবিএস নিউজ, বন আপেতিত, ক্রাইম ৩৬০, ফিউজ, কিচেন নাইটমেয়ার, দ্য ডিজাইন নেটওয়ার্ক, ভিভো, ইয়াহু ফাইন্যান্সের মতো চ্যানেলগুলো স্ট্রিম করে দেখা সম্ভব হবে।

Exit mobile version